মোস্তফাপুর ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন দাখিল, ইভিএমে ভোট গ্রহন
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার ১১নং মোস্তফাপুর ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন ৬ জন প্রার্থী।
বৃহস্পতিবার ৪ জুন সদর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে চেয়ারম্যান পদ প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দেন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন, মো: হাবিবুর রহমান মসুদ, মোঃ খসরু আহমেদ, তোফায়েল আহমেদ তুয়েল, মোঃ সেজুল আহমদ, খোবরুহ মোহাম্মদ কোরেশী, মো: দেলওয়ার হোসেন বাচ্চু।
জানা যায় মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের দুই বারের ইউপি চেয়াম্যান মো: তাজুল ইসলাম তাজ পদত্যাগ করে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হলে এই ইউনিয়নের চেয়াম্যান পদটি শুন্য হয়। মৌলভীবাজার জেলার দু’টি উপজেলার দু’টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান (শূন্য) পদে ও তিনটি উপজেলার ৩টি ইউনিয়নের ৩টি ওর্য়াডে সাধারণ সদস্য (শূন্য) পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৭ জুলাই।
জেলা নির্বাচন কার্যালয় জানায় জেলার বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ও মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে এই উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এই দু’টি ইউনিয়নের চেয়ারম্যান পদ ছাড়াও জেলার রাজনগর উপজেলার রাজনগর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে, কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ও জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে উপ-নির্বাচনে হবে।
তফসিল অনুযায়ী আগামী ২৭ জুলাই উপ-নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়ন পত্র যাচাই বাছাই হবে ৫ জুলাই। আপিল দায়ের ৬ জুলাই। আপিল নিষ্পত্তি ৯ জুলাই। আর প্রার্থীতা প্রত্যাহরের শেষ তারিখ ১০ জুলাই। প্রতীক বরাদ্ধ ১১ জুলাই। ২৭ জুলাই ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহন চলবে সকাল ৮ থেকে বিকেল ৪ টা পর্যন্ত।
মন্তব্য করুন