মোহাজেরাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাছানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ

August 22, 2017,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলস্থ মোহাজেরাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাছানের বিরুদ্ধে আনীত মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে স্বাধীনতা শিক্ষক পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখা। পরিষদের সাধারণ সম্পাদক পান্না লাল বর্ধন সম্প্রতি ১১ আগস্ট স্বাক্ষরিত এর প্রেস বিজ্ঞপ্তিতে জানান, স্বাধীনতা শিক্ষক পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখা এক সভা ৯ আগস্ট বুধবার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ওই সভায় ৩নং আলোচ্যসুচি অনুযায়ী স্বাধীনতা শিক্ষক পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখা মোহাজেরাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাছানের বিরুদ্ধে আনীত মিথ্যা অভিযোগ প্রসঙ্গে বিস্তারিত আলোচনান্তে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়। জনমানসে সঠিক বিষয়টি তুলে ধরার লক্ষে তারা প্রেস রিলিজ দেওয়ার সিদ্ধান্ত নেন।
প্রেসবিজ্ঞপ্তিতে তারা আরো জানান, মোহাজেরাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: কামরুল হাছান সৎ, নিষ্ঠাবান, ন্যায় ও কর্তব্য পরায়ন দক্ষ শিক্ষক। তিনি ২০০০ সাল হতে অত্যান্ত সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। স্বাধীনতা শিক্ষক পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখা এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছে। তারা আরো জানান, এ বিষয়ে একটি জাতীয় দৈনিকে প্রধান শিক্ষককে জড়িয়ে সংবাদ প্রকাশিত হয়। শিক্ষার্থী ও অভিবাবকদের মানববন্ধনকে বাঁকা চোখে দেখার কোন অবকাশ নেই। উক্ত মানববন্ধনটি শিক্ষার্থী, অভিবাবক ও এস.এম.সির ক্ষোভের বহি:প্রকাশ। এ জাতীয় সংবাদ শ্রীমঙ্গল উপজেলা তথা এতদঞ্চলের শিক্ষার পরিবেশকে কলূণিত করছে যা অনাকাংিিকত ও অনভিপ্রেত। এ জাতীয় সম্পর্শকাতর বিষয়ে বস্তনিষ্ট ও নিরপেক্ষ দৃষ্টিতে সংবাদ প্রকাশের অনুরোধ জাানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com