মো: মাসুদ ফাউন্ডেশনের ৪১তম মাসিক অনুদানসহ নগদ অর্থ, পোষাক ও খাদ্যসামগ্রী বিতরণ

March 30, 2025,

সালেহ আহমদ (লিপক) : মৌলভীবাজারে মো: মাসুদ ফাউন্ডেশনের ধারাবাহিক ৪১তম নিয়মিত মাসিক অনুদান সুবিধাভোগী সহ পবিত্র ঈদুল ফিতরের বিশেষ উপহার প্রায় চার শতাধিক অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

রবিবার ৩০ মার্চ দুপুরে মৌলভীবাজার পৌর শহরের ৯নং ওয়ার্ড এর মো: মাসুদ ফাউন্ডেশন কার্যালয়ে শতাধিক শিশু ও বয়োবৃদ্ধদের মাঝে বিভিন্ন অংকের নগদ অর্থ, আলহাজ্ব মবশ্বির আলী বহুমুখী মাদরাসার ২৭জন, আল খলীল হিফজুল কোরআন মাদরাসার ২৩জন, সাউতুল ফুরকান মাদরাসার ২১জন এবং কুচারমহল হাফিজিয়া মাদরাসার ৩০জন সহ মোট চারটি হাফিজিয়া মাদরাসার কোমলমতি এক’শ একজন শিক্ষার্থীদের পাঞ্জাবী তোপ, নিয়মিত মাসিক অনুদান সুবিধাভোগীসহ দুই শতাধিকের মাঝে ঈদের বিশেষ উপহার গরুর গোসত সহ চাল, ডাল, তেল, আলু, পিয়াজ, লবণ ইত্যাদি বিতরণ করা হয়।

সাবেক পৌর কাউন্সিলর ও ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক মো: মাসুদ এর সভাপতিত্বে এবং ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তুহিন আহমদ ও কোষাধ্যক্ষ সাংবাদিক সালেহ আহমদ (স’লিপক) দ্বয়ের যৌথ পরিচালনা ও উপস্থাপনায় ঈদুল ফিতরের বিশেষ উপহার বিতরণকালে অতিথি ছিলেন আমেরিকা প্রবাসী আলহাজ্ব শাহ বাহাউদ্দীন সউদ, কানাডা প্রবাসী শহিদ উল্লাহ, সাউতুল ফুরকান মাদরাসার প্রতিনিধি মাও: সিরাজুল ইসলাম তালুকদার, কুচারমহল হাফিজিয়া মাদরাসার প্রতিনিধি হাফিজ জুনায়েদ আহমদ,  শিশু ও বয়োবৃদ্ধদের মাঝে বিভিন্ন অংকের নগদ অর্থ, আলহাজ্ব মবশ্বির আলী বহুমুখী মাদরাসার প্রতিনিধি হাফিজ শেখ মমতাজ রাজা, সাংবাদিক সালেহ এলাহী কুটি, ফুটো সাংবাদিক কৃষ্ণ দাস, কমরু মিয়া, এলাইছ মিয়া, মছব্বির মিয়া প্রমুখ।

এসময় ফাউন্ডেশনের সহ-সভাপতি আলাল মিয়া, সাংগঠনিক সম্পাদক এনামুল হক আলম, মহিলা বিষয়ক সম্পাদক রাজনীন মোহাম্মদ, কার্যনির্বাহী সদস্য মুজাহিদ আহমদ, নাদিয়া মোহাম্মদ, নাদিম মোহাম্মদ, খোকন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com