মৌলভীবাজারকে বাল্য বিবাহ মুক্ত জেলা ঘোষনা করা হয়েছে শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে (ভিডিও সহ)

September 7, 2016,

স্টাফ রিপোর্টার॥ “ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে আর তাদের সুস্থ ও সুন্দর জীবন বিনির্মানে বাল্য বিবাহ রোধ করবো এবং গড়ে তুলবো সামাজিক আন্দোলন” এই শপথ পাঠের মধ্যদিয়ে মৌলভীবাজার জেলাকে বাল্য বিবাহ মুক্ত জেলা ঘোষনা করা হয়েছে।
dsc00381
বুধবার ৭ সেপ্টেম্বর সকালে জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে মৌলভীবাজার সরকারী কলেজ অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে শপথ পাঠ করান সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ জামাল উদ্দিন আহমদ। এর আগে শহরে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে।
সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক আজিজুর রহমান, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক নেছার আহমদ, চেম্বার সভাপতি কামাল হোসেন।
dsc00388
শপথ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহন করেন। এর আগে জেলার ৭টি উপজেলাকে পৃথক অনুষ্ঠানের মধ্যদিয়ে বাল্য বিবাহ মুক্ত উপজেলা ঘোষনা করা হয়। সিলেট বিভাগের মধ্যে মৌলভীবাজারকে প্রথম বাল্য বিবাহ মুক্ত জেলা ঘোষনা করা হলো।
এ সময় প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মোঃ জামাল উদ্দিন আহমদ বাল্য বিবাহের কারনে শারীরিক, মানসিক ও সামাজিক কুফল সম্পর্কে জনগনকে সচেতন হওয়ার পরামর্শ দেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com