(ভিডিওসহ) মৌলভীবাজারবাসীর ভালোবাসায় সিক্ত মুফতি গিয়াস উদ্দিন তাহেরি

October 16, 2022,

স্টাফ রিপোর্টার॥ শেখ বোরহান উদ্দিন ইসলামী সোসাইটি (বিআইএস) মৌলভীবাজার পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে মিলাদ মাহফিল ও দেশের বরেণ্য আলেম আল্লামা মুফতি গিয়াস উদ্দিন তাহেরি সংবর্ধনা প্রদান করা হয়।
মৌলভীবাজার শহরের প্রাণকেন্দ্র কুসুমবাগ পয়েন্টে সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জেলার বিশিষ্ট সংগঠক এম মুহিবুর রহমান মুহিব -এর সভাপতিত্বে ও জেলা ব্যাপি মেধা যাচাই পরীক্ষার উপ পরীক্ষা নিয়ন্ত্রক এম এ এম রাসেল মোস্তফা ও প্রোগ্রাম চেয়ারম্যান তাকবির হোসেন মান্না এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহেরি।
১৬ অক্টোবর রবিবার উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব দুরুদ আহমদ । প্রখর রৌদ্র উপেক্ষা করে উপস্থিত হাজার হাজার মানুষের উদ্দেশ্যে এসময় প্রধান অতিথি বলেন যেই সময়ে মা বাবা সন্তানের লাশের পাশে যায়নি তখন শেখ বোরহান উদ্দিন ইসলামি সোসাইটির সদস্যরা মুসলমানদের দাফন-কাপন হিন্দুদের সৎকার করে মানবিকতার যে দৃষ্টান্ত স্থাপন করেছে এটাই ইসলামের প্রকৃত শিক্ষা।তিনি আরও বলেন আমাদের নবীর শিক্ষা হল প্রত্যেকে যার যার ধর্ম পালন করবে স্বাধীনভাবে এবং কেউ কারো উপর জোর জবরদস্তি করবেনা। এই সংগঠন এর সেচ্ছাসেবীদের অক্লান্ত, পরিশ্রম ও ত্যাগ মৌলভীবাজারসহ দেশবাসীকে দেখিয়ে দিয়েছে তরুন সমাজই দেশ ও জাতির কল্যাণে অতিতের মতো বর্তমান ও ভবিৎষতে আর্ত-মানবতার কল্যাণে দৃষ্টান্ত স্থাপন করতে পারবে। সংগঠনের নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান জোবায়ের আলী আহমদ , শেখ কামরুল হাসান,জেলা দাপন কাপন ও সৎকার টিমের টিম লিডার মোহাম্মদ রুহেল খান আশরাফুল, জেলা ব্যাপি মেধা যাচাই পরীক্ষার পরীক্ষার পরীক্ষা নিয়ন্ত্রক শাহ মোহাম্মদ রাজুল আলী ,আব্দুল মুত্তাকিন শিপলু, ইয়াসিন তালুকদার, মাহবুবুর রহমান খান অপু,রেদওয়ান ইসলাম,আজিজুল ইসলাম নাঈম,রাহুল আহমদ,মারুফ আহমদ খান পাভেল, নাঈম আহমদ সানী,মাহদী হাসান নোমান,কামরুল ইসলাম তপু,আবুল মাসুম রনি ,শেখ মেহেদি হাসান, সবুজ আহমদ,শান্ত আহমেদ মামুন,শেখ মোহাম্মদ মারুফ,মোঃ রেজাউল করিম রাফি, তামজিদ আহমদ অভি, মোহাম্মদ সায়েম, যাহেদ আহমদ হাছান,আব্দুল্লাহ আল মুহাইমিন রমি,সোহানুর রহমান, ফয়ছল আহমদ শাহী,আব্দুল কাইয়ুম,মোহাম্মদ ফরজান প্রমুখ। পরে প্রধান অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং মিলাদ ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com