ভিডিও সহ) অস্ত্র ও বিস্ফোরক মামলায় জেএমবি জঙ্গির যাবজ্জীবন
স্টাফ রিপোর্টার॥ অস্ত্র ও বিস্ফোরক মামলায় জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন মৌলভীবাজারের একটি আদালত।
রোববার ৯ জুলাই দুপুরে মৌলভীবাজারের জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা জজ মোহাম্মদ রফিকুল ইসলাম আসামি লুৎফুর রহমান হারুনের উপস্থিতিতে এ রায় দেন। হারুন এর আগে নাশকতার একটি মামলায় ভারতে প্রায় ৯ বছর সাজা ভোগ করেন।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী এস এম আজাদুর রহমান আজাদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ১৫ জুন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের উত্তর বুধপাশা এলাকা থেকে জেএমবি সদস্য লুৎফুর রহমান হারুনকে পুলিশ গ্রেপ্তার করে। এ সময় একটি দেশে তৈরি এলজি ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়।
এ ঘটনায় তাঁর বিরুদ্ধে কুলাউড়া থানায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে পুলিশ বাদী হয়ে মামলা করে।
লুৎফুর রহমান হারুন ২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত ভারতের দেওবন্দ মাদ্রাসায় লেখাপড়া করেন। সে সময় একটি নাশকতার মামলায় তাঁকে দিল্লি রেলস্টেশন থেকে গ্রেপ্তার করে ভারতীয় পুলিশ। পরে তাঁর সাজা হয়। ভারতের তিহার জেলে প্রায় ৯ বছর সাজা খেটে তিনি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে ছাড়া পেয়ে বাংলাদেশে চলে আসেন। লুৎফুর রহমান হারুন করিমগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে ভারতীয় হিসেবে দেওবন্দ মাদ্রাসায় ভর্তি হন।
হারুন ২০০৪ সালে কুলাউড়ার পৃথিমপাশার শাহ ডিংগীর মাজারে বোমা বিস্ফোরণ ও ২০১৫ সালের ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার মামলাসহ আরো কয়েকটি মামলার আসামি। এসব মামলা বিচারাধীন রয়েছে। মামলায় আসামিপক্ষের আইনজীবী ছিলেন আজিজুর রব চৌধুরী।
মন্তব্য করুন