মৌলভীবাজারের আকবরপুরে ব্যবসায়ীর পৈত্রিক সম্পত্তি জ*বর দখ*লের অভি*যোগ

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার শহরের ব্যবসায়ী নিপু রায়ের পৈত্রিক সম্পত্তি জবর দখল ও মিথ্যা মামলার প্রেক্ষিতে ২২ এপ্রিল মঙ্গলবার বিকেলে মৌলভীবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।
প্রেসক্লাবের হল রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত ও মৌখিক বক্তব্যে নিপু রায়ের ছেলে নিলয় রায় জানান মৌলভীবাজার জেলার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের আকবরপুর গ্রাম ও মৌজায় আমার পিতার নামিও রাস্তার পাশে ৮৬.০০ শতক জমি রয়েছে। ওই জমির মৌরসী সূত্রে মালিক আমার পিতা। যার আর এস খতিয়ান নং ৩৮৮ ৩৫৬ নং ও দাগ নং-১০০৬। আমরা স্বপরিবারে আমাদের ব্যবসার স্বার্থে মৌলভীবাজার শহরে বসবাস করছি। নিয়মিতভাবে আকবরপুর মৌজার ওই জমি দেখাশুনা করে আসছি। আমার পিতার নামিও জমির ঠিক পাশের বাড়িতে প্রদীপ পাশি,অশীস পাশি, রাজিব পাশি, স্বপন পাশি,সত্য নারায়ণ পাশি, পর্মা পাশি ব্যক্তিগণ বসবাস করেন। আমরা মৌলভীবাজার শহরে বসবাস করার কারনে ওই ব্যক্তিগণ দীর্ঘদিন যাবত আমাদের সম্পত্তির উপর লোভ লালসা করে বে-আইনিভাবে একটি প্রভাবশালী মহল এবং ফ্যাসিবাদীদের ইন্ধনে দখল করার পায়তারায় লিপ্ত। তারা প্রায় সময়ই আমাদের সম্পত্তি দখল করার জন্য প্রাণ নাশের হুমকি দিয়ে আসছিলেন। আমার পিতা তাদের বেআইনি কাজের বিরুদ্ধে গিয়াসনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা গোলাম মোশাররফ টিটুর নিকট বিচার প্রার্থী হলে তিনি এই সমস্যা সমাধানের জন্য আমার পিতার কাছে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। আমার পিতা চেয়ারম্যানের অন্যায় দাবীর বিরুদ্ধে প্রতিবাদ জানালে তিনি ক্ষিপ্ত হয়ে অভিযুক্তদের নিয়ে আমারদের সম্পত্তি দখল করার স্বড়যন্ত্রে লিপ্ত হন। এমন আচরণে আমরা তাদের বিরুদ্ধে সিনিয়র সহকারি জজ আদালতে একটি ৮৯/২৫ নং দেওয়ানি মামলা দায়ের করি। বর্তমানে মামলাটি বিচারাধীন। আমি ও আমার পিতা চলতি মাসের ২০ তারিখে আমাদের ওই সম্পত্তি দেখভালের উদ্দেশ্যে বাড়িতে গেলে বর্ণিত ওই ব্যক্তিগণ পূর্ব পরিকল্পিতভাবে আমাদেরকে হত্যা করে সম্পত্তি গ্রাস করার উদ্দেশ্যে দেশিও ধারালো অস্ত্রে স্বজ্জিত হয়ে দলবল নিয়ে আমাদের উপর হামলা করে। সন্ত্রাসী নিয়ে হামলা করে আমার পিতার মাথায় দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এই ঘটনার প্রেক্ষিতে আকবরপুর গ্রামের বিশিষ্ট সমাজ সেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মাকনুনুর রহমান ও মো: আলাউদ্দীন মিয়াসহ একাধিক ব্যক্তিকে জানালে তারা উভয় পক্ষকে নিভৃত করার চেষ্ঠা করেন। একপর্যায়ে দখলদারদের চরম সন্ত্রাসী কার্যক্রলাপের বাধা দিলে তারাসহ একাধিক ব্যক্তিদের বিরুদ্ধে হয়রানি মূলক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলা দায়ের করে। আমরা ইতিমধ্যে ২০ এপ্রিল তারিখে মৌলভীবাজার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছি। আমরা প্রশাসনের নিকট আমাদের জানমাল ও পৈত্রিক ভূসম্পত্তি রক্ষায় আইননানুগ ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানাচ্ছি। এদিকে ওই দিন দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবে সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নের সানন্দপুর গ্রামের ছামছু মিয়ার ছেলে মো: কয়েছ মিয়া আব্দুল গণি নামের এক ব্যক্তি তাদের উপর ভূমি সংক্রান্ত মিথ্যা ভিত্তিহীন অভিযোগের বিষয়ে সংবাদ সম্মেলন করে তার প্রতিবাদ জানান।
মন্তব্য করুন