(ভিডিওসহ) মৌলভীবাজারের জেলা পরিষদ নির্বাচনে নিরুত্তাপ

October 16, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মিছবাহুর রহমানের কোনো প্রতিদ্বন্ধিতা না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্ধিতায় বিজয়ী হয়েছেন। এ কারণে সেখানকার ভোটের আমেজ কিছুটা হলেও কমেছে। হচ্ছে নিরুত্তাপ নির্বাচন।
সোমবার ১৭ অক্টোবর অনুষ্ঠেয় ভোটে সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেলেও এই নির্বাচনকে অনেকেই নিরুত্তাপ নির্বাচন বলছেন।
জানা গেছে, মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে ২৮ জন প্রতিদ্বন্ধি প্রার্থীর মধ্যে ৩ জন ছাড়া বাকি সবই ক্ষমতাসীন দলের সমর্থক।
এদিকে, প্রার্থীদের দেয়া হলফনামা অনুযায়ী ৭ জনই এসএসসি’র গন্ডি পেরোতে পারেননি বলে জানা গেছে।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আগামীকাল ১৭ অক্টোবর অনুষ্ঠেয় জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মিছবাহুর রহমানের কোনো প্রতিদ্বন্ধি নেই। ফলে তিনি বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। পাশাপাশি একজন সদস্য প্রার্থীর কোনো প্রতিদ্বন্ধি প্রার্থী না থাকায় বিজয়ী হয়েছেন বলে জানা গেছে।
তবে সংরক্ষিত ৩টি ওয়ার্ডে ৭ জন নারী এবং ৭টি সাধারণ ওয়ার্ডে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। ৭ উপজেলায় ৭টি কেন্দ্র করা হয়েছে। এ জেলায় ভোটার ৯ শত ৫৭ জন রয়েছেন। ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ করা হবে বলে জানা যায়।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, ‘নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আমাদের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।’

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com