মৌলভীবাজারের তিনজনের বিরুদ্ধে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
স্টাফ রিপোর্টার॥ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৌলভীবাজারের ৫ আসামির মধ্যে পলাতক তিনজনের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। ২৪ জুলাই রোববার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোঃ আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন। রোববার আদালতে শুনানি করেন, প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন, প্রসিকিউটর রেজিয়া সুলতান চমন ও প্রসিকিউটর আবুল কালাম।
পরে প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন সাংবাদিকদের জানান, ৫ আসামির মধ্যে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু বাকি তিনজনকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করতে পারছে না। তাই ট্রাইব্যুনাল পলাতকদেরকে গ্রেফতারে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেন।
আসামিদের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, অগ্নিসংযোগ, নির্যাতন, অপহরণসহ ৫টি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে ১৮ জনকে হত্যা-গণহত্যা, ১১ জনকে অপহরণ আটক ও নির্যাতন এবং ২২টি বাড়িঘরে লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ। এই মামলার তদন্তের দায়িত্বে রয়েছেন তদন্ত কর্মকর্তা হরি দেবনাথ।
আসামি পাঁচজন হলেন, শামসুল হোসেন তরফদার, মোবারক মিয়া, নেসার আলী, ইউনুস আহমেদ এবং ওজায়ের আহমেদ চৌধুরী। তাদের মধ্যে ইউনুস আহমেদ ও ওজায়ের আহমেদ চৌধুরী ট্রাইব্যুনালের আদেশে গ্রেফতার হয়ে কারাগারে আছেন। বাকি তিন জন পলাতক রয়েছে।
মন্তব্য করুন