মৌলভীবাজারের থানাগুলোতে ফিরছেন পুলিশ সদস্যরা, কার্যক্রম শুরু

August 12, 2024,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের সাতটি থানা গত কয়েকদিন বন্ধ থাকার পর কার্যক্রম শুরু হয়েছে। সেনাবাহিনীর সার্বিক সহযোগীতা ও নিরাপত্তায় থানায় শনিবার ১০ আগষ্ট ফিরতে শুরু করেছেন পুলিশ সদস্যরা। ধুয়ে-মুছে পরিষ্কারের পর শুরু হয়েছে সীমিত আকারে থানাগুলোর কার্যক্রম।

শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় আওয়ামী লীগ সরকারের পতনের পর জেলার বিভিন্ন থানায় হামলা, ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। এক পর্যায়ে থানা ছেড়ে চলে যায় পুলিশ সদস্যরা। এরপর থেকে বন্ধ হয়ে যায় থানার কার্যক্রম।

এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ কে.এম নজরুল ইসলাম জানান, থানায় সাদা পোষাকে পুলিশ আসতে শুরু করছে। সীমিত আকারে থানা চালু করা হচ্ছে। জিডি, অভিযোগ আসলে সেগুলো রেকর্ড করা হবে। অন্যান্য কাজও দ্রুত শুরু হবে।

জেলা পুলিশ সুপার মো: মনজুর রহমান বিপিএম পিপিএম (বার) মানবজমিনকে জানান জেলার ৭টি থানায় প্রাথমিক পর্যায়ে আংশিক কার্যক্রম শুরু হয়েছে এখনো পুরোপুরি নয়। আশা করছি  দুই  একদিনের মধ্যে পূণাঙ্গ কার্যক্রম শুরু করতে পারব। তবে যে সমস্ত থানা বেশি ক্ষতিগ্রস্থ  হয়েছে তা পুরোপুরি চালু হতে একটু দেরী হবে। তিনি জেলার আইনশৃঙ্খলা ও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সর্বস্থরের জনগণের প্রতি বিনীত আহবান জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com