(ভিডিওসহ) মৌলভীবাজারের বিভিন্ন পূজা মন্ডপে সনাতন ধর্মাবলম্বীরা মহা অষ্টমীর সন্ধিপূজা পালন করছেন
October 13, 2021,
স্টাফ রিপোর্টার॥ ব্যাপক উৎসাহ-উদ্দীপনা মধ্যদিয়ে মহা অষ্টমীর দিনেও মৌলভীবাজার জেলার বিভিন্ন পূজা মন্ডপে সনাতন ধর্মাবলম্বীরা পূজা পালন করছেন।
বুধবার ১৩ অক্টোবর সকাল থেকেই জেলা সদর সহ উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে মহা অষ্টমীর সন্ধিপূজা করতে মন্ডপ গুলোতে আসছেন পূর্ণার্থীরা। মন্ডপে মন্ডপে উলুধ্বনি, শঙ্খ ও চণ্ডিপাঠে মুখরিত হয়ে ওঠেছে। গতবছর করোনার কারণে উপস্থিতি কম থাকলেও এবছর পূজাপলনে সংখ্যা কয়েকগুন বেড়েগেছে।
জেলার প্রচীণতম র্তীথস্থান মৌলভীবাজার শহরের দূর্গাবাড়ি, ত্রিনয়নী পূজা মন্ডপ, রাজনগরের পাঁচগাও লাল দূর্গা পূজা মন্ডপ সহ কুলাউড়ার কাদিপুর শিববাড়ি মন্ডপে পূজা পালনে উপস্থিতি ছিল লক্ষনীয়। এবছর জেলায় সার্বজনীন ও ব্যক্তিগত মিলে ১০০৫টি পূজামন্ডপে অনুষ্ঠিত হচ্ছে।
মন্তব্য করুন