মৌলভীবাজারের মাদকাসক্তি প্রতিরোধে মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রদের সচেতনতামুলক শিক্ষা
স্টাফ রিপোর্টার ॥ স্বাস্থ্য শিক্ষা ব্যুরো স্বাস্থ্য অধিদপ্তর কর্র্তৃক আয়োজিত এব বেসরকারী সংস্থা পায়াক্ট এর সহযোগিতায় মাদকাসক্তি প্রতিরোধে মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রদের সচেতনতামুলক শিক্ষা বিষয়ক প্রচারাভিযান এর লক্ষ্যে সচেতনতামূলক সভা ২৮ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার সরকারী অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক ফজুলুর রহমান এর সভাপতিত্বে এবং রিসোর্সপাসন ছিলেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন, পায়াক্ট এর প্রতিনিধি অনুকুল চন্দ্র রায়। বক্তব্য রাখেন সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, শিক্ষক আক্তরুজ্জামান, সন্তোষ চন্দ্র দে, আব্দুল খালিক প্রমুখ। এই কর্মসুচির আওতায় জেলার ২টি উপজেলার ৬টি মাধ্যমিক বিদ্যালয়ের মাদকাসক্তি প্রতিরোধে মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের সচেতনতামুলক শিক্ষা শীর্ষক অ্যাডভোকেসি সভা বাস্তবায়ক করছে। বিদ্যালয় গুলি হলো, সদর উপজেলার মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয়, শাহ হেলাল উচ্চ বিদ্যালয়, আজাদ বকত উচ্চ বিদ্যালয়,শ্রীমঙ্গল উপজেলার ভৈরবগঞ্জ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়, রানার উচ্চ বিদ্যালয়, ভুনবী দশরথ উচ্চ বিদ্যালয়।
মন্তব্য করুন