মৌলভীবাজারের রাজনগর ও কুলাউড়য় শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন চলছে

May 8, 2016,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের রাজনগরে ৮টি ও কুলাউড়ার ৬টি ইউনিয়নে সকাল ৮টা থেকে ভোট গ্রহন চলছে। প্রথমবারের মত দলীয় প্রতীকে চেয়ারম্যান পদে স্থানীয় নির্বাচনে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোটাররা ভোট প্রদান করছেন। তবে সকালের দিকে পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটারের উপস্থিতি ছিলো বেশি।

u  সকাল হতেই দীর্ঘ লাইনে দাড়িঁয়ে শান্তিপূর্ণ ভাবে ভোট দিতে দেখা গেছে নানা বয়সী নারী ভোটারদের। রাজনগর ও কুলাউড়ার  বিভিন্ন ভোট কেন্দ্রে ঘুরে দেখা গেছে একি দৃশ্য। রাজনগরের রাজনগর ইউনিয়নের স্পোর্টিয়াস উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইটিং অফিসার মোঃ রহিম খান জানান এ কেন্দ্রে ২৬২৬ ভোট ও কামারচাক ইউনিয়নের হরিপাশা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইটিং অফিসার ইফতেখার আহমদ জানান ওই কেন্দ্রে ২৫২৫ ভোটারের মধ্যে সকাল ১০টার দিকে ভোট পড়েছে প্রায় ৫ শতাধীক। প্রোট্রির্য়াস উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইটিং অফিসার আব্দুর রহিম খান জানান সকাল সাড়ে ৮টার দিকে ওই কেন্দ্রে ভোট পড়েছে প্রায় দেড় শতাধীক। এছাড়া সকালের দিকে অধিকাংশ কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। কুলাউড়া ও রাজনগরে সকাল ১০টা পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া  যায় নি। রাজনগর উপজেলার ৮ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩১ জন ও কুলাউড়া উপজেলার অবশিষ্ট ৬টি ইউনিয়নে ৩৮ জন সহ মোট ৬৯ জন চেয়ারম্যান পদে প্রতিদন্ধিতা করছেন।

 

3রাজনগর উপজেলার ৮টি ইউনিয়নে মোট ভোটার ১ লক্ষ ৫১ হাজার ৫শত ২৭ জন। মোট ভোট কেন্দ্র ৭৬টি, এর মধ্যে ৫০টি কেন্দ্রকে ঝুকিপূর্ণ ঘোষনা করা হয়েছে। কুলাউড়া উপজেলায় মোট ভোটার ১ লক্ষ ৩ হাজার ৮শত ৭৭জন। ৫৯টি কেন্দ্রের মধ্যে ২৫ ঝুকিপুর্ন কেন্দ্র। শান্তি পূর্ণভাবে ভোট গ্রহণের জন্য প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্য নিয়োজিত রয়েছে। এছাড়া র‌্যাব, বিজিবি স্ট্রাইকিং ফোর্স  হিসেবে কাজ করছে নির্বাচনী এলাকায়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com