(ভিডিওসহ) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আজ সর্বনিম্ন তাপমাত্রা ৭.৪ ডিগ্রি সেলসিয়াস : জেলা জুড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ
স্টাফ রিপোর্টার॥ টানা কয়েক দিন থেকে মৃতু শৈত প্রবাহ অভ্যাহত থাকায় জনজীবন বিপর্যস্থ হয়ে পড়েছে। মৌলভীবাজার পূরো জেলা জুড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। ৩০ ডিসেম্বর বুধবার ৯ টায় সর্বনিম্ন তাপমাত্রা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৭.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
কন কনে শীত ও মৃদু শৈত প্রবাহে কারণে শ্রমজীবী ও সাধারণ মানুষ ভোগান্তিতে পরেছেন। গরম কাপড়ের অভাবে নিম্নআয়ের মানুষেরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। সকালে ও রাতে খড়খুটো জ্বালিয়ে শীত নিবারণ করছেন অনেকেই। জেলার হাসপাতাল গুলোতে ঠান্ডাজনিত রোগ সর্দি, কাশি, জ্বর, শ্বাসকষ্ঠ ও নিউমোনিয়া রোগে আক্রান্ত শিশু ও বয়স্কদের সংখ্যা বাড়ছে।
মৌলভীবাজারস্থ শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, আজ সর্বনিম্ন তাপমাত্রা ৭.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গত ১৮ ডিসেম্বর থেকে তাপমাত্রা ৭ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠামানা করছে। ঘন কোয়াশা কমে আসলে তাপমাত্রা আরও নীচে নামতে পারে। শীতের এ অবস্থা আরও কয়েকদিন থাকবে বলে জানান তিনি।
উল্লেখ্য, ১৯৬৮ সালের ৪ ফেব্রুয়ারি শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ২ দশমিক ৮ ডিগ্রি।
মন্তব্য করুন