মৌলভীবাজারের সমন্বিত উন্নয়ন উদ্যোগ বিষয়ক অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলা প্রশাসন আয়োজিত কনকপুর ইউনিয়নে সমন্বিত উন্নয়ন উদ্যোগ বাস্তবায়ন করার লক্ষ্যে এবং আদর্শ কনকপুর ইউনিয়ন গড়ার প্রত্যয় অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
২৫ অক্টোবর মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার সরকারী কলেজ অডিটরিয়ামে জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ জামাল উদ্দীন আহমদ। বিশেষ অতিথি ছিলেন সিলেট বিভাগের স্বাস্থ্য পরিচালক ডাঃ গৌরমনি সিংহা, সিলেট প্রাথমিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক তাহমিনা বেগম। স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইকবাল হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক আদিল মোত্তাকিম, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক এ,কে,এম আব্দুস সোহবান, জনস্বাস্থ্য বিভাগের নির্বাহী প্রকৌশলী সোহরাব উদ্দিন.অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল আলম খান, উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান, কনকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউর রহমান চৌধুরী প্রমুখ।
কর্মশালায় শিক্ষক, স্বাস্থ্য সহকারী,সরকারী কর্মকর্তা,সাংবাদিক,রাজনৈতিক নেতৃবৃন্দ, ইমাম,এনজিও প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন