মৌলভীবাজারের সাংবাদিক সহকর্মীদের প্রতি অনুরোধ
মুনজের আহমদ চৌধুরী॥ এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাংবাদিক, দৈনিক শ্যামল সিলেটের সাবেক বার্তা সম্পাদক, দৈনিক সকালের খবরের মৌলভীবাজার জেলা প্রতিনিধি আব্দুল বাছিত বাচ্চু কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে সতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদন্দিতা করছেন। যতদুর জানি, মৌলভীবাজার জেলায় পেশাদার সাংবাদিকদের মধ্যে কেবল তিনিই ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন। দুবারের নির্বাচনেও তিনি প্রতিদ্বন্দিতা করে অল্প ভোটে পরাজিত হন। বাচ্চু ভাই আমার, আপনার, আমাদের প্রিয় সহকর্মী। মেধাবী এই অগ্রজের সাংবাদিকতায় বহুদুর যাবার কথা ছিল। কিন্তু বাচ্চু ভাই বার বার সাংবাদিকতায় বিরতির যতি টেনে ফিরে এসেছেন তার প্রিয় হাজীপুরবাসীর কাছে থাকার তাগিদে। ফোন আলাপে বাচ্চু ভাই জানালেন,এবার মাঠের অবস্থা খুব ভালো। ইনশাল্লাহ তিনি বিজয়ী হবেন….যদি না কালো টাকা আর সন্ত্রাসের কাছে তাঁকে হেরে না যেতে হয়…।
বাচ্চু ভাইকে আমাদের সাংবাদিকদের কেউ হয়তো যতটা পছন্দ করি,অন্যদের কাছে হয়তো তিনি ততটা প্রিয় নন। সেটাই স্বাভাবিক। কিন্তু একজন সাংবাদিক বাচ্চু ভাই আমাদের জেলার একমাত্র সাংবাদিক প্রার্থী হিসেবে ভোটের ময়দানে অবতীর্ন। দাড়িয়ে আছেন জয়ের বন্দরে। আমি আপনাদেরই সহকর্মী হিসেবে দীর্ঘদিন কাজ করে এসে জীবিকার আর জীবনের প্রয়োজনে আজ বিলেত প্রবাসী। জেলার সাত উপজেলার সকল সন্মানিত সহকর্মীদের সাথে যাপিত ব্যাস্ততায় সব সময় ব্যাক্তিগতভাবে যোগাযোগ সম্ভব না হওয়ায় আজ এই চিঠি লেখা। আমার সে ব্যার্থতার পরও আপনাদের ভালবাসা,আশীবার্দ আর আন্তরিকতায় সিক্ত আমার পথচলা। আর্থিকভাবে অসচ্ছল,জনবান্ধব এ মানুষটি যাতে বিপুল জনপ্রিয়তা থাকা সত্বেও কেবল সস্ত্রাস আর কালো টাকার কাছে হেরে না যান, সে বিচারের ভার রইল আপনাদের হাতে। অনুরোধ রইল জেলার প্রবাসী সাংবাদিকবৃন্দ,সহ সকলের কাছেই। বাচ্চু ভাইয়ের মোবাইল নাম্বার ০১৭১২-১৮২২৯৬। আপনারা আপনাদের অবস্থান থেকে সাংবাদিক বাচ্চু ভাইয়ের পাশে দাঁড়াবেন, এ আশাবাদে পথ চেয়ে আছি।
মন্তব্য করুন