মৌলভীবাজারের হাকালুকি হাওর বেষ্টিত কুলাউড়া, জুড়ি ও বড়লেখা উপজেলায় ডায়রিয়া রোগ যাতে না ছড়ায় তাই বিশেষ নজরদারী স্বাস্থ্য বিভাগের
বিকুল চক্রবতী॥ মৌলভীবাজারে বিভিন্ন হাসপাতালে দেখা দিয়েছে ডায়রিয়া রোগীর প্রার্দুভাব। এর মধ্যে হাকালুকি হাওর বেষ্টিত কুলাউড়া উপজেলা সরকারী হাসপাতালে ১৯ এপ্রিল থেকে ২২ এপ্রিল পর্যন্ত ভর্তি হয়েছে ২৫ জন। একই সাথে হাওর বেষ্টিত বড়লেখা সরকারী হাসপাতালে ভর্তি হয়েছে ১০ জন। হাইল হাওর বেষ্টিত শ্রীমঙ্গল সরকারী হাসপাতালে ভর্তিরয়েছে ৩ জন । এদের মধ্যে হাওর বেল্ট থেকে শুধু কুলাউড়া হাসপাতালে ভর্তি হয়েছেন ৪জন। এ ব্যপারে মৌলভীবাজার সিভিল সার্জন ডা: সত্যকাম চক্রবর্তী জানান, এই মুহুর্তে মৌলভীবাজারে ডায়রিয়ার তেমন প্রাদুর্ভাব নেই। হাকালুকি হাওর এলাকায় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কড়া নজরদারীতে রাখা হয়েছে।
এ ব্যাপারে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের শিশু বিভাগের প্রধান আব্দুল্লাহ আলবাকী জানান, বর্তমানে ডায়রিয়া রোগীর সংখ্যা বেশ কমেছে। ফেব্রয়ারী ও মার্চে বেশ কিছু শিশু ও বয়স্ক ডায়রিয়া রোগী ভর্তি ছিলো। আর বর্তমান অবস্থা স্বাভাবিক বলে ২৫০ শয্যা হাসপাতালের ডায়রিয়া বিভাগের প্রধান সিনিয়র স্টাফ নার্স সৈয়দা ফেরদৌসি সাংবাদিকদের জানান, শনিবার সকাল পর্যন্ত মোট ভর্তি রোগী ছিলো ৩৫ জন । আর শনিবার বিকেল পর্যন্ত ভর্তি হয়েছে ১৩ জন। এর মধ্যে বিকেল পর্যন্ত ২৮ জন রোগীকে ডিসচার্জ করা হয়েছে। বর্তমানে ভর্তি আছে ১৯ জন ডায়রিয়া রোগী। তিনি জানান, এপ্রিল মাসে এ পর্যন্ত প্রায় ২৫০ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়।
এ দিকে সিভিল সার্জন ডা: সত্যকাম চক্রবর্তী জানান, হাকালুকি হাওর বেষ্টিত কুলাউড়া হাঁসপাতালে আনুপাতিক হারে বেশি রোগী ভর্তি থাকায় তারা কুলাউড়া, জুড়ি ও বড়লেখা উপজেলায় বিশেষ নজরদারী রেখেছেন। বিশেষ করে হাওর বেল্ট এলাকায়।
মন্তব্য করুন