(ভিডিওসহ) মৌলভীবাজারের ২টি উপজেলার ২০টি ইউনিয়নে ভোট গ্রহণে সকল প্রস্তুতি স¤পন্ন করেছে নির্বাচন কমিশন

December 25, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলা ১২ টি ও রাজনগর উপজেলার ৮ ইউনিয়নে ভোট গ্রহনের জন্য ব্যালট বাক্স, ব্যালট পেপারসহ সকল নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেয়ার কাজ চলছে প্রতিটি কেন্দ্রে। চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামীকাল ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সদর উপজেলার ১২টি ইউনিয়নে ভোটার সংখ্যা ২ লাখ ৯ হাজার ১৬৯ জন ও রাজনগর উপজেলার ৮ ইউনিয়নে ভোটার সংখ্যা ১ লাখ ৭১ হাজার ৭০১ জন।
শনিবার দুপুর আড়াইটা নির্বাচন কার্যালয় থেকে ২টি উপজেলার ১৯১টি কেন্দ্রের ব্যালট বাক্স, ব্যালট পেপারসহ সকল নির্বাচনী সরঞ্জাম পুলিশ ও আনসার সদস্যদের পাহাড়ায় পৌঁছে দেয়া হচ্ছে। রির্টানিং কর্মকর্তার তত্বাবধানে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিস থেকে প্রতিটি কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তার হাতে এসব নির্বাচনী সরঞ্জাম তুলে দেয়া হয়।
মৌলভীবাজার সদর উপজেলায় ১২ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬১ জন, সংরক্ষিত নারী ও সাধারণ সদস্য পদে ৫৬৯ প্রতিদ্বন্ধিতা করছেন। অপরদিকে রাজনগর উপজেলায় ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৩ জন, সংরক্ষিত নারী ও সাধারণ সদস্য পদে ৪২০ জন প্রতিদ্বন্ধিতা করছেন।
রাজনগর উপজেলা মোট-৮ ইউনিয়ন:-
আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রয়েছে পুলিশ সদস্য ৫২০ জন, পেট্রোল পার্টি ৮টি, স্ট্রাইকিং ফোর্স ৮টি, সেক্টর টিম ২টি, আনসার সদস্য ১২৯২ জন, বিজিবি সদস্য ৬০ জন, বিজিবি পেট্রোল পার্টি ৬টি, র‌্যাব ২৪ জন এবং র‌্যাব পেট্রোল পার্টি ৩টি।
মৌলভীবাজার সদর উপজেলা মোট-১২ ইউনিয়ন:-
আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রয়েছে পুলিশ সদস্য ৬৮৬ জন, পেট্রোল পার্টি ২০টি, স্ট্রাইকিং ফোর্স ২০টি, সেক্টর টিম ২টি, আনসার সদস্য ১৯৩৮ জন, বিজিবি সদস্য ৬০ জন, বিজিবি পেট্রোল পার্টি ৬টি, র‌্যাব ২৪ জন এবং র‌্যাব পেট্রোল পার্টি ৩টি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com