মৌলভীবাজারে অন্বেষা আয়োজিত মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান

September 16, 2016,

স্টাফ রিপোর্টার॥ ২০১৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জেলায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও এককালিন শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার ১৫ সেপ্টেম্বর দূপুরে মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে সামাজিক সংগঠন অন্বেষা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষা বৃত্তির নগদ টাকা তোলে দেন হুইপ মোঃ শাহাব উদ্দিন।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শুধু পরীক্ষায় পাশের জন্য লেখাপড়া করলে হবেনা, জ্ঞানার্জনের জন্য লেখাপড়া করতে। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে, নীতিনৈতকিতাবোধ সম্পন্ন নাগরিক হয়ে গড়ে উঠতে হবে। জ্ঞানবিজ্ঞানে বিশ্বের সাথে পাল্লা দিতে হবে।
সাবেক যুগ্ন সচিব আব্দুল কাদির মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের এমপি সৈয়দা সায়রা মহসীন, জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান, জেলা পরিষদ প্রশাসক আজিজুর রহমান, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে ২৪ জন মেধাবী শিক্ষার্থীর প্রত্যেককে নগদ দুই হাজার টাকা এবং ৪৬০ জন শিক্ষার্থীদের ক্রেস্ট ও সার্টিফিকেট দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com