মৌলভীবাজারে আওয়ামীলীগের অবস্থান কর্মসূচী
স্টাফ রিপোর্টার॥ দেশব্যাপী বিএনপি-জামাতের অগ্নি সন্ত্রাস, নৈরাজ্য ও দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মৌলভীবাজারের হরতাল বিরোধী অবস্থান কর্মসূচী করেছে জেলা আওয়ামীলীগ।
রোববার ৫ নভেম্বর দুপুরে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা জেলা শহরের এম. সাইফুর রহমান সড়কের চৌমহনা এলাকায় অবরোধ বিরোধী অবস্থান কর্মসূচী পালন করে। এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মিছবাহুর রহমান, পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: ফজলুর রহমান, সহ-সভাপতি মো: আজমল হোসেন, যুক্তরাজ্য আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ¦ এম এ রহিম সিআইপি, জেলা আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুহিত টিটু, আকিল আহমদ, আক্তারুজ্জামান,সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আকবর আলী, সাধারণ সম্পাদক ভিপি সুয়েব আহমদ তরফদারসহ আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগসহ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। এসময় বক্তরা বলেন আন্দোলন,অবরোধ ও হরতালের নামে বিএনপি-জামায়াতচক্র যেন সন্ত্রাস নৈরাজ সৃষ্টি করতে না পারে সে জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করে জনগণের পাশে দাঁড়ানোর আহবান জানান।
মন্তব্য করুন