মৌলভীবাজারে আওয়ামী লীগ নেতা মহিন দে গ্রেপ্তার

November 21, 2024,

স্টাফ রিপোর্টার : বৈষম্যবিরোধী ছাত্র জনতার উপর হামলার এজহারভুক্ত আসামী মহিন দে কে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। মহিন রাজনগর উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক,  মৌলভীবাজার চেম্বার অব কর্মাসের পরিচালক ও হাসি ক্লথ স্টোরের মালিক।

পলিশ জানায়, বুধবার ২০ নভেম্বর বিকেল ৪টার দিকে মৌলভীবাজার শহরের সেন্ট্রাল রোডস্থ তার ব্যবসা প্রতিষ্ঠানের সম্মুখ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি বৈষম্যবিরোধী ছাত্র জনতার মামলার এজাহারভুক্ত আসামী।

এদিকে বুধবার রাতে দি চেম্বার অব কর্মাসের সচিব মোজাম্মেল হোসেন এর সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে জানান, মহিন দে গ্রেপ্তার হওয়ার সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হলে চেম্বার কার্যালয়ে জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত হয় যে, পরিচালক পদ উক্ত মামলার দায় হইতে মুক্ত না হওয়া পর্যন্ত সদস্য স্থগিত থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com