মৌলভীবাজারে আকবেটের উদ্যেগে বন্যা পরবর্তী ফ্রি মেডিকেল ক্যাম্প

September 22, 2024,

স্টাফ রিপোর্টার : শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে যুক্তরাজ্য ভিত্তিক মানবিক সংগঠন আকবেট সিলেট এর উদ্যেগে মৌলভীবাজারে বন্যা পরবর্তী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৩ সেপ্টেম্বর মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ পি.টি বহুমখী উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্প এর প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক উদ্বোধন করেন রোটারী ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর ফাস্ট ডেপুটি গভর্ণর শহীদ আহমদ চৌধুরী।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর মৌলভীবাজার জেলা সভাপতি ও জিএসসি ইউকে এর মৌলভীবাজার শাখার সভাপতি ডা: ছাদিক আহমদ এর সভাপতিত্বে ও সিনিয়র সাংবাদিক এস এম উমেদ আলীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন লন্ডন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক নজরুল ইসলাম (বাসন), আকবেট সিলেটের নির্বাহী পরিচালক মো: আসাদুজ্জামান সায়েম, মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বকসি ইকবাল আহমদ, জিএসসি ইউকে এর মৌলভীবাজার শাখার সাধারণ সম্পাদক ও বাংলাভিশন প্রতিনিধি সৈয়দ হুমায়েদ আলী শাহীন, মনুমুখ পি.টি বহুমখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নবজীবন গোস্বামী, মৌলভীবাজার প্রেসক্লাবের সদস্য সচিব শেখ সিরাজুল ইসলাম সিরাজ, মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার মু. ইমাদ উদ দীন।
উপস্থিত ছিলেন, দিপ্ত নিউজ সম্পাদক দুরুদ আহমদ, এশিয়ান টিভি প্রতিনিধি ও মৌলভীবাজার টুয়েন্টিফোর সম্পাদক মাহবুবুর রহমান রাহেল, সাংবাদিক মো: জাকির হোসেন, সামাজিক ও সাংস্কৃতিকর্মী রুয়েল আহমদ প্রমুখ। ফ্রি মেডিকেল ক্যাম্পে এলাকার ২ শতাধিক অসহায় মানুষকে চিকিৎসা সেবা শেষে ফ্রি ঔষধ দেয়া হয়।
চিকিৎসা সেবায় ছিলেন, মৌলভীবাজার সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডা : শংহ মিত্রা দে, ডা: ঋতুরাজ ভোমিক, গাইনী চিকিৎসক ড: সাদিয়া খান, স্বাস্থ্য পরিদর্শক হেপী রানী দাশ, মিডওয়াইফ মাহমুদা আক্তার পপি। উল্লেখ্য এর আগেও আকবেট মৌলভীবাজার জেলার বন্যা দূর্গতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com