মৌলভীবাজারে আদালত প্রাঙ্গণে ন্যায়কুঞ্জের ভিত্তিপ্রস্তর স্থাপন (ভিডিওসহ)
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার আদালত প্রাঙ্গণে আগত বিচার প্রার্থীদের জন্য নির্মিত বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
মঙ্গলবার ৪ জুলাই বিকেলে মৌলভীবাজার বিচার বিভাগের আয়োজনে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে ন্যায়কুঞ্জের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, বাংলাদেশ সুপ্রীম কোর্ট আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান। পরে তিনি আদালত প্রাঙ্গনে বৃক্ষের চারা রোপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, বিচারপতির সহধর্মিনী বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ নির্বাহী বোর্ডের সদস্য (অর্থ) নাফিয়া বানু, মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আল মাহমুদ ফয়জুল কবীর, জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহমুদুল হাসান, মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি রমা কান্ত দাশ গুপ্ত, সাধারণ সম্পাদক বদরুল হোসেন ইকবাল, জিপি মোঃ আব্দুল খালিক, স্পেশাল পিপি নিখিল রঞ্জন দাশ সহ বিভিন্ন দপ্তরের বিচারকগণ, জেলা আদালতের কর্মকর্তা, কর্মচারী, আইনজীবী ও গন্যমাণ্য ব্যক্তিবর্গ।
পরে জেলা শিল্পকলা একাডেমি হল ভবনে মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আল মাহমুদ ফয়জুল কবীর এর সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিচারপতি ওবায়দুল হাসান।
ইউটিউবে দেখুন পাতাকুঁড়ির ভিডিও গ্যালারি
মন্তব্য করুন