মৌলভীবাজারে আন্তঃ জেলা দাবা প্রতিযোগিতা শুরু

July 23, 2016,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে আন্তঃ জেলা দাবা প্রতিযোগিতা শুরু হয়েছে। ২২ জুলাই শুক্রবার বিকেলে এ্যাসোসিয়েশন অব চেস প্লেয়ার্স মৌলভীবাজার এর উদ্যোগে এম সাইফুর রহমান ষ্টেডিয়ামে আন্তঃ জেলা দাবা প্রতিযোগীতা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল হাসান। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন দাবা বুদ্ধির খেলা, ৩২টি ঘুটির ৩৪টি ঘর। দাবা রাজা, বাদশা, জমিদারদের ইতিহাস,অভিজাত, বুদ্ধিমত্তা ও শিল্প হচ্ছে দাবা খেলা। বিশ্বে সর্ব প্রথম পরিচিতি এনে দিয়েছে দাবা।
মৌলভীবাজার এ্যাসোসিয়েমন অব চেস প্লেয়ার্স মৌলভীবাজার সভাপতি তাওহিদ ইসলাম এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ওয়াজিউল মেহেদী এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন-মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মিছবাউর রহমান চৌধুরী, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সমাজ সেবক সোয়েব তরফদার, ক্রীড়া সংগঠক হিফজুর রহমান ও আশিকুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিশিষ্ট দাবাড়– মোস্তফা কামাল হীরা, মৌলভীবাজার এ্যাসোসিয়েশন অব চেস প্লেয়ার্স মৌলভীবাজার এর সহ-সভাপতি নুরুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক সৈয়দ আবু ইকবাল, সহ-সাধারন সম্পাদক রেজাউল করিম চৌধুরী ও কমলা বাবু সিংহ প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com