মৌলভীবাজারে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবসে র‌্যালি ও আলোচনা সভা

December 19, 2024,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান, জনশক্তি অফিস এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ১৮ডিসেম্বর সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামন থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বুলবুল আহমদ’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট বুলবুল আহমদ, অতিরিক্ত পুলিশ সপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো: শামছুল হক,অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) তানবীর হোসেন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাওন মজুমদার প্রমুখ।

বক্তরা প্রবাসীদের কষ্টাজিত অর্থ ব্যাংকিং চ্যানেলে আনয়ন করে দেশ ও জাতির উন্নয়নে কাজে লাগানোর তাগিদ প্রদান করেন। এ উপলক্ষে মৌলভীবাজার জলো প্রশাসকের অফিস প্রাঙ্গনে প্রবাসীর মলো ফতিা কটেে বেলুন উড়য়িে উদ্বোধন করনে মৌলভীবাজার জলো প্রশাসক মো: ইসরাইল হোসনে। দনিব্যাপী  এ মলোয় মোট ২৯ টি স্টল বসছে।

অন্যান্যদের মধ্যে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের কর্মকর্তা, মসজিদের ইমাম, সাংবাদিক, প্রবাসী কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com