(ভিডিও সহ )মৌলভীবাজারে আলহাজ্ব মখলিছুর রহমান ডিগ্রি কলেজের শোক দিবস পালন

August 16, 2017,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শোক র‌্যালী, পুষ্পস্তবক অর্পন, আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে আলহাজ্ব মো: মখলিছুর রহমান ডিগ্রি কলেজ।
বুধবার ১৬ আগষ্ট দূপুর ১২টায় সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের ইউসুফ নগরস্থ কলেজ হল রুমে কলেজের প্রতিষ্ঠাতা ও সাবেক বৃট্রিশ কাউন্সিলার এম এ রহিম (সিআইপি)’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ফিরুজ, কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, জেলা আওয়ামীলীগ সাংস্কৃতিক সম্পাদক আব্দুল মতিন, সদর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনকার আহমদ, মডেল থানার তদন্ত ওসি নজরুল ইসলাম, কলেজের দাতা সদস্য মুজিবুর রহমান মুজিব  প্রমুখ।
মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন তার বক্তব্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ অনুসরণ করে বড় হতে হবে। দেশের মানুষকে ভালোবাসতে হবে।

একদিন তোমরা দেশের কর্ণধার হবে। তোমারাও যেন আমার মতো এমপি হতে পার, সেই আত্মবিশ্বাস নিয়ে পড়ালেখা করতে হবে। রাজনীতিতে বঙ্গবন্ধুর আর্দশ ছলি ত্যাগরে। বঙ্গবন্ধু রাজনীতিতে নীতি-আদর্শকে সর্বোচ্চ স্থান দিতেন। তাঁর রাজনীতির লক্ষ্য নছিক ক্ষমতায় যাওয়া ছিল না, তা ছলি বাঙালির অধিকার আদায় বা জাতীয় মুক্তি অর্জনের।
সাবেক বিট্রিশ কাউন্সিলার, বিট্রিশ আওয়ামীলীগের সহ-সভাপতি ও মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সদস্য এম এ রহিম (সিআইপি) বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী আমাদের এই কলেজ প্রতিষ্ঠার পর থেকে পালন করে আসছে। মৌলভীবাজারের খুব কমই শিক্ষা প্রতিষ্ঠান এই দিবস পালন করছে। কিন্তু মখলিছুর রহমান কলেজ শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধুর স্বপ্ন গড়ে তুলার জন্যই এই অনুষ্ঠানের আয়োজন করেছে। কারণ বঙ্গবন্ধুর আদর্শ লালন না করলে কোন শিক্ষার্থীই দেশ প্রেমিক হবে না। তোমরা বঙ্গবন্ধুর মত আদর্শবান, দেশপ্রেমিক, মানুষের জন্য ত্যাগী ও নিবেদিত, সততা ও নৈতিকতার শক্তির অধিকারী, সর্বোপরি মানবিক হও।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com