মৌলভীবাজারে ইয়ং টাইগার্স অনুর্ধ-১৬ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট সিলেট বিভাগের খেলা শুরু

February 19, 2025,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার সিলেট বিভাগীয় পর্যায়ের মৌলভীবাজারে উদ্ভোধণী খেলা শুরু হয়েছে। উদ্বোধনী খেলা সিলেট জেলা দল বনাম সুনামগঞ্জ জেলা দলের মধ্যে অনুষ্ঠিত হয়।
১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার মৌলভীবাজার এম সাইফুর রহমান স্টেডিয়ামে সিলেট জেলা দলকে ১০৮ রানে পরাজিত করে ১ম জয় তুলে নেয় সুনামগঞ্জ জেলা দল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় উদ্বোধনী খেলায় টসে জিতে ব্যাট করতে নেমে সুনামগঞ্জ জেলা দল ৫০ ওভারে ৭ উইকেটে ২৪৫ রান করে। জবাবে ব্যাট করতে নেমে সিলেট জেলা ক্রিকেট দল ৪০ অভারে সবউইকেট হারিয়ে ১৩৭ সংগ্রহ করে। সুনামগঞ্জ জেলা দল ক্রিকেট দল ১০৮ রানে জয়ী হয়।
মৌলভীবাজার ভ্যেনুতে সিলেট বিভাগীয ইয়ং টাইগার্স অনুর্ধ-১৬, জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বুলবুল আহমদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, বিশিষ্ট ক্রীড়া অনুরাগী হাসান আহমদ জাবেদ, সাবেক ক্রীড়া সংস্থার যুগ্ন সম্পাদক মাহবুব ইজদানী ইমরান, জেলা ক্রিকেট কোচ রেজওয়ান মজুমদার রুমান সহ অন্যান্য অতিথিবৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com