মৌলভীবাজারে ইসলামী যুবসেনার অভিষেক অনুষ্ঠিত
সালেহ আহমদ (স’লিপক) : “সুন্নী মতাদর্শভিত্তিক ইসলামী সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য” এই স্লোগানকে ধারণ করে বাংলাদেশ ইসলামী যুবসেনা মৌলভীবাজার জেলা শাখা ২০২৪-২৫ কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৩০ নভেম্বর দুপুরে মৌলভীবাজার শহরের কুসুমবাগস্থ শাহ মোস্তফা রহ পার্টিসেন্টারে অনুষ্ঠানটি উদ্বোধন করেন শ্রীমঙ্গল সিরাজনগর ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা ডাঃ মুফতি শেখ শিব্বির আহমদ।
বাংলাদেশ ইসলামী যুবসেনা মৌলভীবাজার জেলা শাখা সভাপতি হাজী মোহাম্মদ ইজ্জাদুর রহমান সাজ্জাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখা সভাপতি মাওলানা আব্দুল মুহিত হাসানী। প্রধান বক্তা ছিলেন যুবসেনা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) কাউছার আহমেদ রুবেল।
মৌলভীবাজার জেলা যুবসেনা সাধারণ সম্পাদক ডাঃ মোহাম্মদ মামুনুর রশীদ মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি আলহাজ্জ্ব দুরুদ আহমদ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদ সদস্য মাওলানা হারিছ আল ক্বাদেরী, মৌলভীবাজার জেলা শাখা সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ কুতুব উদ্দীন, যুবসেনা মৌলভীবাজার জেলা শাখার সাবেক সভাপতি হাফিজ মোশাহিদ আলী।
এসময় বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কমলগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মঈনুল ইসলাম খান, বড়চেগ সুন্নীয়া দাখিল মাদ্রাসার সুপার শেখ তাজুল ইসলাম, মাওলানা মশাহিদ আলী, জেলা ইসলামী ফ্রন্টের অর্থ সম্পাদক মাওলানা আরিফুর রহমান, কমলগঞ্জ পৌর শাখার সভাপতি আলহাজ্ব আব্দুল হাই আলাউদ্দিন, যুবসেনা সুনামগঞ্জ জেলা সভাপতি খায়রুল ইসলাম সহ বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অভিষেক অনুষ্ঠানে ইসকনের রাষ্ট্রবিরোধী সন্ত্রাসী কর্মকান্ডের তীব্র সমালোচনা করা হয় এবং সরকারের প্রতি ইসকনকে নিষিদ্ধের দাবী জানানো হয়।
মন্তব্য করুন