(ভিডিওসহ) মৌলভীবাজারে এইচএসি পরিক্ষাথীদের কোভিড-১৯ ভ্যাকসিন দেয়া শুরু হয়েছে
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার ইপিআই ভবনের শীতাতপ নিয়ন্ত্রিত কন্সফারেন্স রুমে এইচএসি পরিক্ষাথীদের কোভিড-১৯ ভ্যাকসিন দেয়া শুরু হয়েছে।
রবিবার সকাল সাড়ে ৯টা থেকে এইচএসি পরিক্ষাথীদের কোভিড-১৯ (ফাইজার) ভ্যাকসিনেশন টিকা দেওয়া হচ্ছে।২১ নভেস্বর রোববার প্রথম দিনে ৪টি কলেজের ৮০০ পরিক্ষাথীদের ভ্যাকসিন দেয়া হবে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে আলহাজ¦ মোঃ মখলিছুর রহমান কলেজ, জগৎসী গোপাল কৃষ্ণ এম সাইফুর রহমান হাইস্কুল এন্ড কলেজ, আজাদ বক্ত হাইস্কুল এন্ড কলেজ, কাশিনাথ আলাউদ্দিন হাইস্কুল এন্ড কলেজ।
সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দীন মুর্শেদ জানান, জেলার মোট ১৩,৭০০ এইচএসি পরিক্ষার্থীদের ভ্যাকসিন দেয়া হবে। আজ মৌলভীবাজার সদর উপজেলার পরিক্ষাথীদের ভ্যাকসিন দেয়া হচ্ছে। পরবর্তীতে অন্যন্য উজেলায় শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ নির্ধারণ করে ভ্যাকসিন দেয়া হবে। এইচএসি পরিক্ষার্থীদের এ ভ্যাকসিন কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত চলবে।
মন্তব্য করুন