মৌলভীবাজারে এ্যম্বুলেন্সের ভেতর রোগীর মৃত্যু ও পরিবারের সদস্যদের মারধরের প্রতিবাদে মানববন্ধন
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের সামনে বেসরকারি এ্যম্বুলেন্স ড্রাইভারের প্রতারণায় এক রোগীর মৃত্যু ও পরিবারের সদস্যদের মারধরের প্রতিবাদে মানববন্ধন পালিত হয়েছে। মানববন্ধনে হামলায় জড়িত এ্যাম্বুলেন্স চালকসহ জড়িত সিন্ডিকেট চক্রকে দ্রæত গ্রেফতারের দাবী জানান। ২৭ অক্টোবর বৃহস্পতিবার দূপুরে মৌলভীবাজার শহরের চৌমুহনা এলাকায় মানববন্ধন পালন করে সচেতন এলাকাবাসী ও শোকাহত পরিবার।
মানবন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, গত ২৫ অক্টোবর সকাল ১১ ঘটিকায় কমলগঞ্জের কালেঙ্গা এলাকার কামাল উদ্দিন আহমদ অসুস্থতাবোধ করলে তাৎক্ষণিক চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক পরিক্ষা নিরীক্ষা শেষে উন্নত চিকিৎসার জন্য অক্সিজেন সহকারে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এ্যম্বুলেন্সে অক্সিজেন না থাকায় গাড়ীর ভেতরেই কামাল উদ্দিন আহমদ এর মৃত্যু হয়। এ নিয়ে প্রতিবাদ করলে এ্যম্বুলেন্স চালক ছাদিক মিয়া ও খালেদ মিয়া সহ আরো ১০-১২জন নিহতের ছেলে সজিব আহমদ শিপু ও তার ভাইকে বেদরক পেটায়। এক পর্যায়ে তারা শিপুর মাথায় ছুড়িকাঘাত করে। পরে স্থানীরা বাবার লাশের পাশ থেকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা করান।
বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশন এর সাবেক পরিচালক ও বিআরডিবি কুলাউড়া উপজেলা চেয়ারম্যান ফজলুল হক ফজলু এর সভাপতিত্বে ২ ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন-ভুক্তভোগী পরিবারের পক্ষে সজিব আহমদ শিপু, ৭নং চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতার উদ্দিন, লেখক মুহিদুর রহমান, সি,পি,এ,এম, মৌলভীবাজার এর ভারপ্রাপ্ত সভাপতি সোহেল আহমদ, আওয়ামী যুবলীগ জেলা শাখার সাবেক সহ-সম্পাদক সাদমান সাকিব চৌধুরী, সাবেক উপ-দপ্তর সম্পাদক তুষার আহমদ প্রমুখ।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইয়াছিনুল হক জানান এ বিষয়ে নিহতের ছেলে সজিব আহমদ শিপু ৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন। আসামীদের গ্রেপ্তার করেতে অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন