(ভিডিওসহ) মৌলভীবাজারে কমিউনিউটি ক্লিনিক উন্নয়নে করনীয় শীর্ষক পলিসি সংলাপ
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে কমিনিউটি ক্লিনিক বাস্তবতা, সমস্যা, সম্ভাবনা ও সেবার মান উন্নয়ন করনীয় শীর্ষক পলিসি সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৫ নভেম্বর দিনব্যাপি জেলা পলিসি ফোরাম এর আয়োজনে এবং পি,ফর ডি প্রকল্পের আওতায় বৃটিশ কাউন্সিল ও ইউরোপিয় ইউনিয়ন, বাংলাদেশ মন্ত্রি পরিষদ বিভাগের সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ পলিসি সংলাপ অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানার সভাপতিত্বে এবং পরিতোষ দে এর পরিচালনায় সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সুলতান আহমদ। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ^বিদ্যালয়ের প্রফেসর ড. মাহবুবা সুলতানা আহমদ,সির্ভিল সার্জন ডা: চৌধুরী জালাল উদ্দিন মোরশেদ, পরিবার পরিকল্পনা উপ-পরিচালক আব্দুল রাজ্জাক,সিভিল সোসাইটির কোডিনেটর মোঃ মোফাক্কর মোশের্দ চৌধুরী।
স্বাগত বক্তব্যে রাখেন জেলা পলিসি ফোরামের সভাপতি নজরুল ইসলাম মুহিব। সংলাপ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মৌলভীবাজার সদর উপজেলা স্বাস্থ্য প.প.কর্মকর্তা ডা: আবেদা বেগম,পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালনক রাশেদুল হাসান, জেলা তথ্য অফিসার মো: আনোয়ার হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত, সাবেক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এনটিভির স্টাফ রিপোর্টার এস এম উমেদ আলী, প্রথম আলো নিজেস্ব প্রতিবেদক আকমল হোসেন নিপু, এশিয়ান টিভি ও দৈনিক আমার সংবাদ প্রতিনিধি মোঃ মাহবুবুর রহমান রাহেল, ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের ফেসিলেটর আকলিমা চৌধুরী, কো-অডিনেটর মো: আলগীর মিয়া, সিভিল সোসাইটি সদস্য,ইউপি চেয়ারম্যান, এনজিও প্রতিনিধি, শিক্ষক,স্বাস্থ্য কর্মকর্তাসহ অনলাইনে ও অংশ গ্রহন করেন।
মন্তব্য করুন