(ভিডিওসহ) মৌলভীবাজারে কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালী

October 30, 2021,

স্টাফ রিপোর্টার॥ ‘মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি’ এই শ্লোগানকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে-২০২১ পালিত হয়েছে।
শনিবার ৩০ অক্টোবর সকালে মৌলভীবাজার জেলা পুলিশের উদ্যোগে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও র‌্যারী অনুষ্ঠিত হয়।
পৌর জনমিলন কেন্দ্রে অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুদর্শন কুমার রায়, কমিউনিউটি পুলিশিং জেলা কমিটির সভাপতি এডভোকেট শান্তিপদ ঘোষ।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিয়াউর রহমানের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আকবর আলী, একাটুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান, খলিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অরবিন্দ পোদ্দার বাচ্চু, গিয়াসনগর ইউনিয়ন পরিষদের সদস্য কাছুম মিয়া সহ অন্যন্যরা।
অনুষ্ঠানে এ বছরের সেরা কমিউনিটি পুলিশিং সদস্য কুলাউড়া সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ সৌম্য ভট্রাচার্য, সেরা কমিউনিটি পুলিশ অফিসার মৌলভীবাজার মডেল থানার এসআই ইফতেখারুল ইসলাম পুরস্কৃত করা হয়। পরে জনমিলন কেন্দ্র থেকে কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রেসক্লাব মোড়ে গিয়ে শেষ হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com