(ভিডিওসহ) মৌলভীবাজারে করোনায় স্বাস্থ্যবিধি না মানায় জেলা প্রশাসনের মোবাইল কোর্ট : ২৫১টি মামলায় মোট ৬২ হাজার টাকা জরিমানা

April 3, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যেগে জেলার সকল উপজেলাতে একযোগে করোনায় স্বাস্থ্যবিধি পালন নিশ্চিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
৩ এপ্রিল শনিবার মৌলভীবাজারের জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসানের নির্দেশনা এবং বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানার নির্দেশনায় করোনা ভাইরাস সংক্রমণ ঝুঁকি কমাতে স্বাস্থ্যবিধি না মানার অপরাধে ২ ‘শ ৫১টি মামলায় ৬২ হাজার ৫০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়াও করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহারের জন্য জনগণকে উদ্বুদ্ধ করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) বৃন্দ এবং জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগন। মোবাইল কোর্ট পরিচালনায় সাহায্য করেন র‌্যাব-৯, শ্রীমঙ্গল ও সকল থানায় কর্মরত পুলিশ।
উল্লেখ্য যে, করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক পরিধানে এবং জনসচেতনা বৃদ্ধিতে মৌলভীবাজারে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।
মৌলভীবাজারবাসীকে আবারও মাস্ক পরিধানসহ সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সর্তক ও উদ্বুদ্ধ করা হয় ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com