(ভিডিওসহ) মৌলভীবাজারে করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রয়োগের প্রস্তুতি চলছে : জেলা প্রসানের সংবাদ সম্মেলন

February 4, 2021,

স্টাফ রিপোর্টার॥ আগামী ৭ ফেব্রুয়ারি সাড়া দেশের ন্যায় মৌলভীবাজারে বিনামূল্যে করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রয়োগ নিয়ে জেলা প্রসাসক কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ৪ ফেব্রুয়ারি দূপুরে জেলা প্রশাসক মীর নাহীদ আহসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) মো. মামুনুর রশীদ।
সংবাদ সম্মেলনে জানানো হয় জেলায় ২৯ জানুয়ারি ৩০ হাজার মানুষের জন্য ৬০ হাজার ডোজ করোনার ভ্যাকসিন পৌছেছে। প্রথমে অগ্রাধিকার ভিত্তিতে ফন্টলাইনের ১৫টি ক্যাটগরিতে অগ্রাধিকার ভিত্তিতে দেয়া হবে। ভ্যাকসিন পেতে হলে সবাইকে ‘সুরক্ষা অ্যাপে’র মাধ্যমে অথবাwww.surokkha.gov.bd ওয়েবসাইটে ভ্যাকসিন গ্রহণকারীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করার আহ্বান জানান।
অনলাইনে রেজিস্ট্রেশন করার পরামর্শ দেন। জেলার ৭টি উপজেলায় ভ্যাকসিন প্রয়োগের সকল প্রস্তুতির অংশ হিসেবে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ চলছে। মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ৮ টি বুথ এবং অন্য ৬ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ৩টি করে বুথে ভ্যাকসিন দেয়া হবে। প্রতিটি বুথে দুজন স্বাস্থ্যকর্মী ও চারজন স্বেচ্ছাসেবী কাজ করবেন। কোন প্রকার গুজবে কান না দিয়ে ভ্যাকসিনের রেজিষ্টেশনের আহবান জানানো হয়।
জনসংখ্যার আনুপাতিক হারে জেলার ৭টি উপজেলায় করোনার টিকা বরাদ্ধ হয়েছে কুলাউড়ায় ৫৫০০ ডোজ, রাজনগর ৩৫০০, জুড়ী ২৫০০, বড়লেখা ৪০০০, কমলগঞ্জ ৪০০০, শ্রীমঙ্গল ৫০০০, মৌলভীবাজার সদর ৫৫০০ ডোজ। মোট এডি সিরিঞ্জ ৬৪৮০০টি। প্রথম ধাপে জেলায় টিকা দেয়া হবে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ, বিজিবি, সংবাদকর্মী, আইনশৃঙ্খলায় নিয়োজিত বাহিনী, জনপ্রতিনিধি,ব্যাংক, বীমা প্রশাাসনের মাঠকর্মীসহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের সম্মুখযোদ্ধাদের।
সংবাদ সম্মেলনে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com