মৌলভীবাজারে কলেজে কলেজে শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় না বসার ঘোষণা দিয়ে বিবৃতি
স্টাফ রিপোর্টার॥ চলমান দেশে কোটা সংস্কারের দাবিতে অংশগ্রহণকারী গ্রেফতারকৃত এইচএসসি পরীক্ষার্থী ও অন্যান্যদের মুক্তি না দেওয়া হলে সিলেট বোর্ডে ২০২৪ ব্যাচের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে না বলে বিবৃতি দিয়েছে মৌলভীবাজারের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।
বিবৃতি দেওয়া কলেজগুলোর মধ্যে হলো- মৌলভীবাজার সরকারি ও শাহ মোস্তফা কলেজ, টাউন কামিল মাদরাসা, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজ, কুলাউড়া সরকারি কলেজ, শ্রীমঙ্গল সরকারি কলেজসহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান।
বুধবার ৩১ জুলাই রাতে দেয়া এক বিবৃতিতে শিক্ষার্থীর জানান- ২০২৪ ব্যাচের এইচএসসি পরীক্ষার্থীরা এই মর্মে বিবৃতি দিচ্ছি যে, যতদিন পর্যন্ত না সকল অন্যায়ভাবে গ্রেফতারকৃত এইচএসসি পরীক্ষার্থী ও অন্যান্যদের মুক্তি দেয়া হয়, ততদিন পর্যন্ত কোন শিক্ষার্থী সিলেট বিভাগে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে না।
শিক্ষার্থীরা আরও জানান- দেশে অন্যায়ভাবে শিক্ষার্থীদের উপর হামলা-মামলা ও হয়রানি করা হচ্ছে আমরা তাঁর অবসান চাই। এবং আমরা শিক্ষার্থীদের সকল দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের সাথেই থাকবো
মন্তব্য করুন