মৌলভীবাজারে কলেজে কলেজে শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় না বসার ঘোষণা দিয়ে বিবৃতি

August 3, 2024,

স্টাফ রিপোর্টার॥ চলমান দেশে কোটা সংস্কারের দাবিতে অংশগ্রহণকারী গ্রেফতারকৃত এইচএসসি পরীক্ষার্থী ও অন্যান্যদের মুক্তি না দেওয়া হলে সিলেট বোর্ডে ২০২৪ ব্যাচের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে না বলে বিবৃতি দিয়েছে মৌলভীবাজারের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।
বিবৃতি দেওয়া কলেজগুলোর মধ্যে হলো- মৌলভীবাজার সরকারি ও শাহ মোস্তফা কলেজ, টাউন কামিল মাদরাসা, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজ, কুলাউড়া সরকারি কলেজ, শ্রীমঙ্গল সরকারি কলেজসহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান।
বুধবার ৩১ জুলাই রাতে দেয়া এক বিবৃতিতে শিক্ষার্থীর জানান- ২০২৪ ব্যাচের এইচএসসি পরীক্ষার্থীরা এই মর্মে বিবৃতি দিচ্ছি যে, যতদিন পর্যন্ত না সকল অন্যায়ভাবে গ্রেফতারকৃত এইচএসসি পরীক্ষার্থী ও অন্যান্যদের মুক্তি দেয়া হয়, ততদিন পর্যন্ত কোন শিক্ষার্থী সিলেট বিভাগে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে না।
শিক্ষার্থীরা আরও জানান- দেশে অন্যায়ভাবে শিক্ষার্থীদের উপর হামলা-মামলা ও হয়রানি করা হচ্ছে আমরা তাঁর অবসান চাই। এবং আমরা শিক্ষার্থীদের সকল দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের সাথেই থাকবো

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com