মৌলভীবাজারে কিশোর কিশোরী সম্মেলন অনুষ্ঠিত

April 22, 2016,

স্টাফ রিপোর্টার॥ বাল্যবিবাহ রোধ করি,ছেলেমেয়ে সমানভাবে এগিয়ে নিয়ে যাবার স্বপ্ন দেথি”এই শ্লোগান নিয়ে ক্লাবে সংগঠিত করে সমাজের ইতিবাচক পরিবর্তনে কিশোর কিশোরীদের ক্ষমতায়ন কর্মসুচির আওতায় জেলা প্রশাসন ও  জেলা মহিলা বিষয়ক অফিস এর আয়োজনে জেলা পর্যায়ে কিশোর কিশোরী সম্মেলন/১৬ অনুষ্ঠিত হয়েছে।  ২২ এপ্রিল শুক্রবার সকাল সাড়ে ৯টায় জেলা মহিলা অফিস এবং জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় হতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুকুর রহমান সিকদার এর নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে প্রাঙ্গনে এসে শেষ হয়।

পরে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুকুর রহমান সিকদার এর সভাপতিত্বে জেলা পর্যায়ে কিশোর কিশোরী সম্মেলন/১৬ অনুষ্ঠিত হয়। জেলা সম্মেলনে স¦াগত বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেদা আক্তার।  বক্তব্য রাখেন- মহিলা বিষয়ক অধিদপ্তরে উপ-পরিচালক তানজিলা বেগম, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব,সহকারী অধ্যাপক আব্দুল মালেক প্রমুখ। দিনব্যাপী সম্মেলনে কবিতা ,গান ,নাটক,কৌতুক, বিতর্ক প্রতিযোগিতা অনুষ্টিত হয়।

র‌্যালী ও জেলা সম্মেলনে স্কুল ও কলেজের শির্ক্ষাথী স্কাউট,গালর্স গাইড, কিশোর কিশোরী ১২১ ক্লাবের সদস্য ও মহিলা সংগঠনের সদস্যগন অংশ গ্রহন করে। বিকেলে অনুষ্ঠান শেষে বিজয়দের মধ্যে পুরস্কার বিতরন করেন অতিথিরা।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com