(ভিডিওসহ) মৌলভীবাজারে কৃষকদের মধ্যে ভর্তুকির কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের উন্নয়ন সহায়তার (ভর্তুকি) মাধ্যমে কৃষকদের মধ্যে কম্বাইন হারভেস্টার ও রাইস ট্রান্সপ্লান্টার মেশিন হস্তান্তর করা হয়েছে।
রোববার ৩১ অক্টোবর দুপুরে সদর উপজেলা পরিষদ চত্ত্বরে প্রধান অতিথি হিসেবে মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ কৃষকদের মধ্যে সরকারের ভর্তুকির কৃষি যন্ত্র তোলে দেন। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যন মোঃ কামাল হোসেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কাজী লুৎফুল বারী, সদর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা রহমান, সদর উপজেলা কৃষি অফিসার সুব্রত কান্তি দত্ত।
কৃষি বিভাগ জানায়, ২০২১-২২ অর্থবছরের সমন্নিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের উন্নয়ন সহায়তার (ভর্তুকি) মাধ্যমে জেলায় বরাদ্দ আসে ১৫ টি কম্বাইন হারভেস্টার, ৩টি রাইস ট্রান্সপ্লান্টার, ১৯ টি রিপার, ১৫টি ধান মারাই যন্ত্র ও ১টি ভুট্রা মারাই যন্ত্র।
এছাড়া সদর উপজেলায় কৃষি মধ্যে চলতি রবি মৌসুমে প্রণোদোনার বিজ ও সার বিতরণ করা হয়। এর মধ্যে ৪ শত কৃষকদের মধ্যে শরিষা বিজ, ৮০ জন কৃষকদের গম বিজ, ১৮০ জন কৃষকদের ভুট্রা বিজ, ৮০ জন কৃষকদের গম বিজ, ২৫ জন কৃষকদের পিয়াজ বিজ ও ২৫ জন কৃষকদের মুগডাল বিজ বিতরণ করা হয়।
মন্তব্য করুন