মৌলভীবাজারে কোরবানিকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন কামাররা

September 12, 2016,

মাহবুবুর রহমান রাহেল॥ মঙ্গলবার ১৩ সেপ্টেম্বর পবিত্র ঈদ-উল-আজহা। তাই শেষ সময়ে ব্যস্ত সময় পার করছে বানিয়াচংয়ের কামাররা। ভোর থেকে রাত পর্যন্ত অবিরামভাবে কাজ করে যাচ্ছেন তারা। সারা বছর তেমন একটা কাজ না থাকলেও কোরবানির ঈদে কাজ একটু বেশী। সরেজমিনে বাজার ঘুরে দেখা যায় কোরবানির ঈদকে সামনে রেখে এখন দম ফেলার ও সময় নেই কামারদের। দিনরাত একাকার করে কাজ করে যাচ্ছেন তারা। পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের মাল দিতে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন তারা। স্থানীয় বাজার থেকে লোহা কিনে সেগুলোকে পুড়িয়ে হাতুড়ি ও হ্যামার দিয়ে পিটিয়ে পিটিয়ে দা, বটি, চাপাতি, ছুরিসহ বিভিন্ন জিনিস তৈরি করছেন কামাররা। বর্তমান আধুনিক যন্ত্রাংশের প্রভাবে কামার শিল্পের দুর্দিন চললেও ঈদ-উল-আজহাকে সামনে রেখে জমে উঠেছে এ শিল্পের বাজার কামার শিল্পী দুলাল কর্মকার বলেন, বর্তমানে মেশিনের সাহায্যে আধুনিক যন্ত্রপাতি তৈরি হচ্ছে। এখন আর আমাদের হাতের তৈরি সরঞ্জামাদির প্রতি কোন চাহিদা নেই। আগে আমাদের সারা বছর অনেক কাজ থাকতো। কিন্তু এখন অনেক মন্দা সময় পার করতে হচ্ছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com