মৌলভীবাজারে ক্রিকেটার হানজালার রেকর্ড
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের জমজমাট ক্রিকেট টুর্নামেন্ট সিপিএএম এর ৭ম আসরের প্রথম সেমি ফাইনালে ক্রিক ফাইটার্সের হয়ে আইকন ক্যাটাগরির খেলোয়াড় সফিউল ইসলাম হানজালা বল হাতে ৮ উইকেট নিয়ে সিপিএএম ও মৌলভীবাজার এর টি-২০ ইতিহাসে রেকর্ড গড়েন।প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে আাসাদের দায়িত্বশীল হার না মানা ৬৭ বলে ৭১ রানের উপর ভর করে ক্রিক ফাইটার্স ১২৮ রানের স্কোর দাঁড় করায়।প্রতিপক্ষ ফ্রেন্ডস চ্যালেঞ্জার্সের বোলার সুমিত ৪ ওভারে ২৩ রান দিয়ে ৩ উইকেট লাভ করে। ১২৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে হানজালার ঘূর্ণি জাদুতে ১০২ রানেই অল আউট হয় ফ্রেন্ডস চ্যালেঞ্জার্স। সাকিব ৪০ বলে ৪৫ রান করলেও শেষ রক্ষা করতে পারেন নি। হানজালা বল হাতে ৩.৩ ওভার বল করে ১৭ রানের বিনিময়ে ৮ উইকেট তুলে নিয়ে তার দলকে ফাইনালে পৌঁছে দেন।এটি সিপিএএমের ইতিহাসে কোন বোলারের পক্ষে সর্বোচ্চ অর্জন।এর আগেও সিপিএএম এর টুর্নামেন্ট হানজালার ব্যাট হাতে শত রানের ইনিংস রয়েছে।এমন রেকর্ডের দিনে সদা হাস্যজ্বল হানজালা তার অনুভুতি জানিয়েছেন খুব সংক্ষেপে।ম্যাচ জয়ের পর তার এখন ফাইনালের দিকেই লক্ষ্য বলে জানিয়েছেন।
সিপিএএমের এবারের আসরের ফাইনালে হানজালার ক্রিক ফাইটার্স মুখোমুখি হবে শাহ মোস্তফা লিজেন্ডসের সাথে। সম্ভাব্য ৪ঠা ডিসেম্বর ফাইনাল খেলায় উভয় দলে একজন করে জাতীয় দলের খেলোয়াড়ের খেলার কথা রয়েছে।
মন্তব্য করুন