(ভিডিওসহ) মৌলভীবাজারে খুঁজে পাই চেতনার বাতিঘর বইয়ের মোড়ক উন্মোচন
স্টাফ রিপোর্টার॥ খুঁজে পাই চেতনার বাতিঘর মোড়ক উন্মোচন জাতির পিতার জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যেগে প্রকাশিত ‘খুঁজে পাই চেতনার বাতিঘর’ স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
বৃহস্পতিবার ১৪ অক্টোবর দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ মোড়ক উন্মোচন করেন সিলেট বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান। বইয়ে দেশের সেরা ৭৩ জন লেখাক ও গবেষকগণ বঙ্গবন্ধুকে নিয়ে তাদের লেখা স্থান পেয়েছে।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে বিশেষ উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, পৌর মেয়র ফজলুর রহমান, উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মেহেদি হাসান প্রমুখ।
সিলেট বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান বলেন, সিলেট বিভাগ থেকে এই রকম বই প্রকাশ পেয়েছে একটা বড় প্রাপ্তি। তৎকালীন সিলেট জেলায় বঙ্গবন্ধু ২৫ বার এসেছেন। আমরা সিলেট থেকে একটি প্রমান্য চিত্র বের করতে যাচ্ছি তাতে ‘খুঁজে পাই চেতনার বাতিঘর’ বইটি গুরুত্ব ভূমিকা পালন করবে।
মন্তব্য করুন