(ভিডিওসহ) মৌলভীবাজারে গণটিকা কার্যক্রম অনুষ্ঠিত : মানষের উপচেপড়া ভিড়
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে চলছে প্রধানমন্ত্রী ঘোষিত দেশব্যাপী ‘এক দিনে এক কোটি’ কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের গনটিকার বিশেষ ক্যাম্পেইন। সেই সাথে চলে নিয়মিত টিকাদান কার্যক্রমও। এ কার্যক্রমের আওতায় পৌরসভার ৯টি ওয়ার্ডে অতিরিক্ত অস্থায়ী কেন্দ্র স্থাপনের মাধ্যমে টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়।
শনিবার ২৬ ফেব্রুয়ারি সকাল ৯টায় মৌলভীবাজার জেলার ৭ উপজেলা ও পাঁচটি পৌরসভায় একযোগে শুরু হয় গণটিকা কার্যক্রম। টিকা নিতে বিভিন্ন কেন্দ্রে সকাল থেকেই ছিল উপচেপড়া ভিড়। এ অবস্থায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেই টিকা নিচ্ছেন মানুষজন। টিকা কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান ও সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ।
সর্বস্থরের মানুষের টিকা গ্রহন সহজতর করতে, ইতোমধ্যে যারা টিকার জন্য নিবন্ধন করতে পারেননি, বা টিকা নিতে পারেননি, তাদের সবাইকে বিশেষ এ টিকাদান কার্যক্রমের মধ্য দিয়ে কোভিড-১৯ টিকার প্রথম ডোজ দেয়া হচ্ছে। প্রথমে রেজিস্ট্রেশন করে টিকা দেয়ার নিয়ম চালু করলেও এবার এ ক্যাম্পেইন বয়স ১৮ তদুর্দে যে কোন নাগরিক রেজেস্ট্রিশেন ছাড়াই শুধুমাত্র মোবাইল নাম্বার ও নাম নিবন্ধন করেই টিকা নিতে পারছেন।
জেলা সিভিল সার্জন সূএে জানাযায়, একদিনের এই বিশেষ গনটিকার কার্যক্রমে জেলার ১৮ লক্ষ জনসাধারনকে প্রথম ডোজ এর আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গণটিকায় শুধু মৌলভীবাজার সদর উপজেলায় এক জনকে এক ডোজ করে জনসন এন্ড জনসন এর টিকা দেয়া হবে। এ টিকার ক্ষেত্রে পরবর্তীতে দ্বিতীয় বা তৃতীয় ডোজ টিকা দেয়ার প্রয়োজন হবেনা বলে জানা গেছে।
মন্তব্য করুন