মৌলভীবাজারে গণহত্যা দিবস পালিত

March 25, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফুলদিয়ে শ্রদ্ধা জানানো সহ নানা কর্মসূচি পালন করছে জেলা প্রশাসন।

শুক্রবার ২৫ মার্চ সকাল সাড়ে ১০টায় শহরের শাহ্ মোস্তফা সড়কের পাশে গনকবরের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্থানীয় সংসদ সদস্য নেছার আহমদ, জেলা প্রশাসন, জেলা পরিষদ, জেলা পুলিশ, মৌলভীবাজার পৌরসভা, মুক্তিযোদ্ধা ইউনিট, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্থরের মানুষ।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলার সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ, অতিরিক্ত পুলিশ সুপার হাছান মোঃ নাছের রিকাবদার, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ আনোয়ারুল কাদির,জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আজমল হোসেন।স্বাগত বক্তব্য রাখেন যোদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুল মুহিত টুটু।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা,শিক্ষক, ইমামএবং প্রিণ্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। আলোচনা সভা শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। এর আগে গনহত্যা দিবসউপলক্ষে সকালে মৌলভীবাজার গনকবরে পুষ্পস্তবক অর্পন করা হয়।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com