মৌলভীবাজারে গুণীজনের হাতে সম্মাননা তুলে দেন শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল (ভিডিও সহ)

October 1, 2016,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে জেলার ৫ গুণীজনকে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা-২০১৫ প্রদান করেছে।
২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলামের সভাপতিত্বে গুণীজনদের হাতে সম্মাননা তুলে দেন বরেণ্য লেখক, শিক্ষাবিদ, অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মাসুকুর রহমান সিকদার, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নেছার আহমদ, পৌর মেয়র ফজলুর রহমান, লেখক গবেষক মাহফুজুর রহমান, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এম এমদাদুল হক মিন্টু প্রমুখ। সঞ্চালনা করেন জসিম উদ্দিন মাসুদ ও জ্যোতি সিনহা।

3
প্রধান অতিথির বক্তব্যে ড. মুহম্মদ জাফর ইকবাল বলেন, তরুণরাই দেশ গড়ে দিবে। সে জন্য প্রয়োজন দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় জাগ্রত করা। পাশাপাশি মেধা বিকাশের সুযোগ করে দেয়া।
এ বছর মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পেয়েছেন নাট্যকলায়  জেলা পরিষদ প্রশাসক, গণপরিষদ সদস্য আজিজুর রহমান, কন্ঠ সঙ্গীতে ড. রজত ভট্টাচার্য্য, লোক সংস্কৃতিতে আহমদ সিরাজ, চারুকলায় মিহির ভৌমিক এবং নৃত্যকলায় নিপা ভট্টাচার্য।

dsc01114
অনুষ্ঠান শেষে নাটক ‘মুল্লুক’ পরিবেশন করে শিল্পকলা একাডেমির রেপার্টরি দল।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com