মৌলভীবাজারে গ্যাসের চাপ কম থাকায় গ্রাহকদের চরম দুর্ভোগ
মাহবুবুর রহমান রাহেল॥ মৌলভীবাজার শহরের বিভিন্ন আবাসিক এলাকার বাসা-বাড়ি ও ব্যবসায়ি প্রতিষ্ঠানে গ্যাসের চাপ কম থাকায় চরম দুর্ভোগে পড়েছেন পৌরবাসী। মৌলভীবাজার জালালাবাদ গ্যাসের গ্রাহকরা অভিযোগ করে বলেন, কয়েকদিন ধরে কোন ঘোষণা ছাড়া যে কোন সময় রান্নার কাজে চুলা জ্বালাতে গেলে আকস্মিক ভাবে গ্যাস পাওয়া যায় না। কোন কোন সময় অল্প চাপে গ্যাস পাওয়া যায়। আবার কোন কোন সময় একেবারেই থাকছে না।
এ কারণে রান্না করা খুবই কষ্টকর হয়ে পড়ে। এদিকে চা বাগানের এলাকায় গ্যাসের চাপ কমথাকায় চা উৎপাদনের বেগাত ঘটছে বলে জানান চা বাগানের কর্তৃপক্ষরা। গ্যাসের এই অপ্রতুলতার কারণে এবং সরবরাহে ত্র“টি থাকায় মানুষের বাসাবাড়ি ও চা বাগান এলাকায় চরম দুর্ভোগ পোয়াতে হচ্ছে। মৌলভীবাজার জালালাবাদ গ্যাস অফিসের ম্যানেজার সন্জিব ভূশন দেব জানান, গ্যাস উৎপাদন কম থাকার কারনে এ সমস্যা দেখা দিয়েছে । তিনি আরো জানান দিন দিন গ্যাস চালিত যানবাহন বেড়ে চলছে কিন্তু গ্যাস উৎপাদন বাড়ছে না।
মন্তব্য করুন