(ভিডিওসহ) রাজনগরে ঘুমন্ত অবস্থায় আগ্নিদগ্ধ হয়ে মা ও মেয়ের মৃত্যু : ছেলে গুরুত্বর আহত

April 26, 2018,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ভুজবল গ্রামে ঘুমন্ত অবস্থায় আগ্নিদগ্ধ হয়ে মা রোকেয়া বেগম ও মেয়ে মৌলভীবাজার সরকারি কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী শাহিনা বেগম মারা গেছে। এ ঘটনায় গুরুত্বর আহত হয়েছে ছেলে  মুন্না আজিজ।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানাগেছে, ২৬ এপ্র্রিল বুধবার দিবাগত রাতে প্রতিদিনের মতো দরজা জানালা বন্ধের পর ঘরের প্রধান ফটকে লোহার গেইটে তালা লাগিয়ে পরিবারের ৩ সদস্য মা, মেয়ে ও ছেলে একটি টিন সেডের ঘরের ভিন্ন ভিন্ন কক্ষে ঘুমান। রাত অনুমান ২টার দিকে হঠাৎ বৈদুতিক সট সার্কেট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। এ সময় তাদের ঘুম ভেঙ্গে গেলে বের হওয়ার জন্য ঘরের ভেতর ছুটাছুটি করেন এবং এক পর্যায়ে তারা বারান্দায় প্রধান ফটকে তালা দেয়া লোহার গেইটের কাছে এসে চিৎকার করলে এলাকাবাসী এগিয়ে আসেন।


এলাকাবাসী লোহার গেইট ভেঙ্গে ঘরে প্রবেশ করে বুজবল গ্রামে মৃত ওয়াছির মিয়ার বড় মেয়ে শাহিনা বেগম (২১) এর মরদেহ ঘরের মেঝে পরে থাকতে দেখতে পান। গুরুত্বর আহত অবস্থায় মা রোকেয়া বেগম (৫৫) ও ছেলে মুন্না আজিজ (১৯) কে  উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে রাস্তায় মা রোকেয়া বেগম মারা যান। আহত মুন্না একই কলেজের এইচ এসসি ১ম বর্ষের ছাত্র। পরে মুন্নœাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ণ ইউনিটে পাঠানো হয়।

রাতে রাজনগর থানা পুলিশের সহযোগিতায় মৌলভীবাজারের ফায়ার ব্রিগেডের ১টি ইউনিট ঘটনাস্থলে পৌছে দীর্ঘ সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে।

নিহত মা ও মেয়ের লাশ মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ময়না তদন্ত শেষে আত্মীয় স্ব-জনের কাছে হস্থান্তর করা হয়।

এ ব্যাপারে রাজনগর থানার অফিসার ইন চার্জ শ্যামল বণিক জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুত মৌলভীবাজার ফায়ার ব্রিগেডের একটি ইউনিট সহ ঘটনাস্থলে যান এবং আগুন নিয়ন্ত্রনে আনা হয়। তবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত।

এদিকে মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ, সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, রাজনগর উপজেলা চেয়ারম্যান মোঃ আছকির খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাখী আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ডলি বেগম, রাজনগর সদর  ইউপি চেয়ারম্যান দেওয়ান খয়রুল মজিদ ছালেক, মনসুরনগর ইউপি চেয়ারম্যান মিলন বখত সহ বিভিন্ন পর্যায়ের ব্যাক্তিবর্গ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com