মৌলভীবাজারে ছাত্রজনতার বিপ্লব, অন্তর্বর্তীকালীন সরকার ও স্বপ্নের বাংলাদেশ নিয়ে শীর্ষক সেমিনার

August 25, 2024,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে ছাত্রজনতার বিপ্লব, অন্তর্বর্তীকালীন সরকার ও স্বপ্নের বাংলাদেশ শীর্ষক সেমিনার বুধবার বিকাল ৫টায় মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সেমিনার এর আহবায়ক ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক এডভোকেট এইচ এম মোশতাক আহমদ এর সভাপতিত্বে ও কারানির্যাতিত ছাত্র আব্দুস সালাম তালুকদার এর পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন লেখক, গবেষক ও কলামিষ্ট  সাদেক আহমদ।

বক্তব্য রাখেন. শ্রীমঙ্গল সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সৈয়দ মহসিন, মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ ফজলুল আলী, অবসরপ্রাপ্ত প্রফেসর মোহাম্মদ সেলিম, এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ মৌলভীবাজার এর সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মতিন, মৌলভীবাজার সরকারি কলেজের প্রভাষক শফিকুল ইসলাম ও প্রভাষক আনিস রহমান, মৌলভীবাজার সরকারী মহিলা কলেজের প্রভাষক রেজাউল করিম জনি, জেলা বিএনপির দপ্তর সম্পাদক মনোয়ার আহমদ, ডা: ইমন আহমদ, সিনিয়র সাংবাদিক সৈয়দ রুহুল আমিন, ইম্পেরিয়াল কলেজের সহকারী অধ্যাপক মাওলানা মোহাম্মদ তাজুল ইসলাম, শহীদদের উদ্দেশ্যে দোয়া পরিচালনা করেন বায়তুল আমান জামে মসজিদ এর খতিব মাওলানা শেখ মোহাম্মদ আব্দুল হক।

সরকার বিরোধী আন্দোলনে কারাবরণকারী ও নির্যাতিত ছাত্রদরকে সম্বর্ধিত করা হয়। সভাপতির বক্তব্যে বলেন, চরম রাজনৈতিক ও অর্থনৈতিক ক্রান্তিকালীন সময়ে অন্তর্র্বতীকালীন শিশু সরকারকে চাপে ফেলার জন্য দাবি দাওয়া মানববন্ধন থেকে কিছু দিন বিরত থাকুন সরকারকে সাহায্য করুন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com