মৌলভীবাজারে জঙ্গি দমনে নিরাপত্তা জোরদার
মাহবুবুর রহমান রাহেল॥ মৌলভীবাজার জেলার আইনশৃঙ্খলা উন্নয়ন, নাগরিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও জঙ্গি তৎপরতা বন্ধে বিশেষ নিরাপত্তা ও বিশেষ গোয়েন্দা কার্যক্রম জোরালো করেছে স্থানীয় প্রশাসন।
পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল জানান, মৌলভীবাজার সদর, শ্রীমঙ্গল, কুলাউড়া, রাজনগর, কমলগঞ্জ, জুড়ী, বড়লেখা উপজেলার রেল ষ্টেশনসহ বিশেষস্থান গুলোতে নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে। পুলিশ সুপার আরো জানান, পাশাপাশি, র্যাব, গোয়েন্দা কার্যক্রমে পারদর্শী, ডিএসবি কাজে অভিজ্ঞ ও মেধাবী অফিসার দিয়ে গোপনভাবে জঙ্গি সংক্রান্ত তথ্য সংগ্রহের নির্দেশনা দেয়া হয়েছে।
মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো: খায়রুল ইসলাম জানান, নিখোঁজ ব্যক্তিদের অবস্থান সম্পর্কে তাদের নিকটতম আত্মীয়দের সহায়তা পাওয়া না গেলে মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে তথ্য উদ্ধার ও সামাজিক গণমাধ্যমে তাদের ছবি দিয়ে তথ্য প্রচার করতে হবে। একই সঙ্গে গণসচেতনতা বৃদ্ধির জন্য নিয়মিতভাবে সর্বস্তরের জনসাধারণের সঙ্গে মতবিনিময়, ইতোপূর্বে জঙ্গি কার্যকলাপের কারণে যে সমস্ত মামলা রুজু হয়েছে তা নিবিড়ভাবে তদন্তে ঊর্ধ্বতন কর্মকর্তা নিয়োজিত করা হবে।
এ বিষয়ে মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের সঙ্গে জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মতবিনিময় হয়েছে। এছাড়াও স্থানীয় কমিউনিটি পুলিশিং কমিটিকে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেয়া হয়েছে।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) অকিল উদ্দিন জানান, প্রত্যেক রিকশাচালক, সিএনজি চালক, ভাড়াটিয়া, স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষক, প্রভাষক, অধ্যাপক, অধ্যক্ষ এবং বিভিন্ন এলাকায় ওয়ার্ডে বাসা বা বস্তির মালিক তাদের ভাড়াটিয়াদের ন্যাশনাল আইডি কার্ড, মোবাইল নম্বর, ছবিসহ স্থানীয় ইউপি সদস্য, পৌর কাউন্সিলরের মাধ্যমে থানায় জমা দেয়ার জন্য। মোটরসাইকেল চালকদের হেলমেট, ড্রাইভিং লাইসেন্স, মোটর সাইকেলের মূল কাগজপত্র চালকের সঙ্গে রাখতে হবে। স্থানীয় এলাকায় মোটর সাইকেলসহ যে কোনো গাড়িতে অপরিচিত লোকের গতিবিধি তাৎক্ষণিক পুলিশকে খবর দেয়ার জন্য। স্কুল-কলেজ পড়ুয়া ছেলে মেয়েদের মার্কেট, রেল স্টেশন, বাস স্টেশন, অলি গলিতে অযথা ঘোরাফেরা না করা সহ সামজিক নেটওয়ার্ক ফেসবুক ব্যবহার করা থেকে বিরত থাকতে অভিভাবককে সচেতন হতে হবে।
মন্তব্য করুন