মৌলভীবাজারে জমিয়তুল মোদার্রেছীন উদ্যোগে জঙ্গি ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন ও আলোচনা-সভা

August 27, 2016,

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ জমিয়তুল মোদার্রেছীনের নেতৃত্বে দেশের আলেম উলামা পীর মাশায়েখের ঐক্যবদ্ধ প্রতিরোধে জঙ্গিবাদ প্রতিহত করতে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়।
শনিবার ২৭ আগষ্ট মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা সড়কের দরগা পয়েন্টে সন্ত্রাস, জঙ্গিবাদ ও উগ্রবাদের বির”দ্ধে দেশবাসীকে জাগ্রত করার লক্ষে এক মানব বন্ধন জমিয়তুল মোদার্রেছীন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি অধ্যক্ষ, আব্দুল কাইয়ূম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

Moulvibazar-Inqilab--2সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মুফতি মাওঃ শামছুল ইসলামের পরিচালনায় প্রধান অথিতির বক্তব্য রাখেন বাংলাদেশ জমিয়তুল মোদার্রেছীন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহা সচিব অধ্যক্ষ, মাওঃ মনোওর আলী, কেন্দ্র কমিটির সহকারী মহা সচিব অধ্যক্ষ, মাওঃ নোমান আহমদ চৌধুরী, কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মাওঃ ময়নুল ইসলাম পারভেজ, কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ, মাওঃ সরওয়ারে জাহান, জেলা জমিয়তের অন্যতম নেতা মাওঃ আব্দুল আলীম, মাওঃ সৈয়দ ইউনুস আলী, অধ্যক্ষ, মাওঃ মোস্তাক আহমদ চৌধুরী অধ্যক্ষ, মাওঃ বশির আহমদ, অধ্যক্ষ, মাওঃ শামছুল ইসলাম, মাওঃ মুহিবুর রহমান, মাওঃ আরমান আলী, মাওঃ ইলিয়াছ হুমায়দী, মাওঃ আব্দুল মুক্তাদির, মাওঃ ওহিদুজ্জামান আহমদ তালুকদার, শ্রীমঙ্গল উপজেলার সভাপতি মাওঃ মুজিবুর রহমান, রাজনগর উপজেলার সভাপতি মাওঃ আব্দুর রব, কুলাউড়া উপজেলার মাওঃ মুখলিছুর রহমান, কমলগঞ্জ উপজেলার মাওঃ শামছুল হক সহ সংগঠনের অন্যান্য নেত্রীবৃন্দ। বাংলাদেশ মাদরাসা শিক্ষক কর্মচারীদের একমাত্র অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়তুল মোদার্রেছীনের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এ মানববন্ধন পালন করা হয়।

Moulvibazar-Inqilab--1
বক্তাগণ বলেন, ইসলাম কখনো জঙ্গিবাদ সন্ত্রাস কে সমর্থন করে না। অন্যায় ভাবে মানুষ হত্যা মারাত্মক কবিরা গুনাহ্। ইসলাম এসেছে  মানুষের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য। যারা ইসলামের নামে মানুষ হত্যা করেছে তারা প্রকৃত মুসলমান নয়। তারা আন্তর্জাতিক সা¤্রাজ্যবাদের দালাল।
বক্তাগণ আরো বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি দৈনিক ইনকিলাবের সম্পাদক আলহাজ্ব এ.এম এম বাহাউদ্দিনের নির্দেশ আমার সারা দেশে জঙ্গি ও সন্ত্রাস বিরোধী কর্মসূচি পালন করছি। জঙ্গিবাদ শুধু বাংলাদেশের সমস্যা নয় জঙ্গিবাদ একটি বৈশ্ব্যিক সমস্যা। বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে মুসলমান ছাড়া ও অন্যান্যরা জঙ্গিবাদে জড়িত। সুতরাং সকলের সম্মিলিত প্রচেষ্টা ছাড়া জঙ্গিবাদ নির্মুল করা সম্ভব নয়। বক্তাগণ আরো বলেন, গুলশানের হলি আটিজম বেকারী এবং শুলাকিয়া ঈদগাহের পার্শ্বের জঙ্গি হামলা থেকে এটা প্রমানিত হয়েছে যে, এ দেশের মাদরাসার ছাত্ররা জঙ্গিবাদে জড়িত নয়। আমরা সকল জঙ্গি এবং সন্ত্রাসী কার্য কলাপের নিন্দা জানাই। মানব বন্ধনে জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ এবং জমিয়তুল মোদার্রেছীনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com