মৌলভীবাজারে জাতীয় বালক-বালিকা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে বালক-বালিকা (অনূর্ধ্ব-১৭) টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। ফুটবল
রোববার ১৯ জানুয়ারি সকালে সাইফুর রহমান স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া দপ্তরের উদ্যাগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন।
উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার কে এইচ এম জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বুলবুল আহমেদ, সদর উপজেলার নির্বাহী অফিসার মো: তাজ উদ্দিন, শ্রীমঙ্গল উপজেলার নির্বাহী অফিসার মো: ইসলাম উদ্দিন, রাজনগর উপজেলা নির্বাহী অফিসার আফরোজা হাবিব শাপলা, জেলা ক্রীড়া কর্মকর্তা মো: মাজহারুল মজিদ প্রমুখ।
উদ্বোধনী খেলায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসার, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। এ টুর্নামেন্টে মোট ৮টি দল অংশ গ্রহণ করেছেন।
মন্তব্য করুন