মৌলভীবাজারে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

January 22, 2025,

স্টাফ রিপোর্টার : “জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” এ প্রতিপাদ্য নিয়ে মঙ্গলবার ২১ জানুয়ারি মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাজ উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বুলবুল আহমেদ।

এ সময় তিনি বলেন, যে জাতি বিজ্ঞানে যত বেশি উন্নত সে জাতি তত বেশি উন্নত ও শক্তিশালী। উন্নত রাষ্ট্র গঠনে বিজ্ঞান চর্চার কোনো বিকল্প নেই। তাই বিজ্ঞান চর্চার প্রতি আগ্রহী হতে হবে।

মৌলভীবাজার সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিপন চন্দ্র দাশ, শাহ হেলাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুস সামাদ মিয়া।

পরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়, ঢাকার পৃষ্ঠপোষকতায় ফিতা কেটে মেলার উদ্বোধন করেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বুলবুল আহমেদ। মেলায় মোট ১৬ টি স্টল বসেছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com